আইপিএল ২০২৪-এ প্রথম জয় পেতে রাজস্থানের বিরুদ্ধে এই একাদশ নামাতে পারে মুম্বাই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইপিএল ২০২৪-এ মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজয়ের শিকার হয়েছে মুম্বাই। এবার ঘরের মাঠে সামনে রাজস্থান, যারা এখনও অবধি নিজেদের সব ম্যাচই জিতেছে। এই পরিস্থিতিতে নিজেদের সেরাটা দিতে চাইবেন হার্দিক পান্ডিয়ার ছেলেরা।
এই পরিস্থিতিতে প্রশ্ন হল, একাদশে কী কোনও বদল আনবে মুম্বাই? গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ২৭৭ রান হজম করেছিল মুম্বাইয়ের বোলাররা। ফলে বোলিং লাইন আপে বদল আসতে পারে মুম্বাইয়ের। যদিও ব্যাটিংয়ে ২৪৬ রান তুলে লড়াই করেছিল মুম্বাই। এখন দেখার, রাজস্থানের বিরুদ্ধে কোন একাদশে নামবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন - ব্রাজিল খেলছে, আমরা কেন খেলছি না! আক্ষেপ প্রকাশ করলেন এমি মার্টিনেজ
ওপেনিংয়ে রোহিত শর্মা ও ইশান কিশানের জুটিই বজায় থাকবে। গত ম্যাচে ছন্দে ফিরেছেন ইশান, ১৩ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। এরপর তিনে নামবেন নমন ধীর, যিনি দুই ম্যাচেই বেশ নজরকাড়া ব্যাটিং করেছেন। চারে নামবেন তিলক ভার্মা, যিনি হায়দরাবাদের বিরুদ্ধে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন।
এরপর অলরাউন্ডারদের মধ্যে প্রথম বাছাই অবশ্যই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। যদিও ব্যাট হাতে সেভাবে ছন্দে দেখা যায়নি হার্দিককে। এরপর অজি অলরাউন্ডার টিম ডেভিড ও ক্যারিবীয় অলরাউন্ডার রোমারিও শেপার্ডকে খেলিয়ে আক্রমণের রাস্তায় যাবে মুম্বাই।
আরও পড়ুন - পরিচয় লুকিয়ে বিনা পয়সায় অটোতে ঘুরলেন এই কেকেআর তারকা! তারপর কী হল?
বোলিংয়ের কথা বললে, কোয়েন মাফাকাকে বসাতে চলেছে মুম্বাই। সেক্ষেত্রে প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজে ও ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ বোলিংয়ে নেতৃত্ব দেবেন। আর স্পিন বিভাগে পীযুষ চাওলা ও শামস মুলানিকে দায়িত্ব নিতে হবে। ইমপ্যাক্ট সাব হিসেবে গত বছরের নজরকাড়া পেসার আকাশ মাধওয়ালকে রাখতে পারে মুম্বাই।
রোহিত শর্মা, ইশান কিশান, নমন ধীর, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, রোমারিও শেপার্ড, জেরাল্ড কোয়েটজে, পীযুষ চাওলা, জসপ্রীত বুমরাহ, শামস মুলানি।
ইমপ্যাক্ট সাব - আকাশ মাধওয়াল