শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অনিল কুম্বলের এই রেকর্ডটি ভাঙলেন কুলদীপ যাদব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে রেকর্ডের ছড়াছড়ি ভারতীয়দের। সোমবার সূচনা করেছিলেন বিরাট কোহলি ১৩ হাজার রান একদিনের ক্রিকেটে পূর্ণ করার মধ্য দিয়ে। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ১৫০ টি উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ভাঙলেন কুলদীপ যাদব।
আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
সোমবার পাকিস্তানের বিরুদ্ধে একাই নিয়েছিলেন ৫ উইকেট। পাকিস্তানের ব্যাটারদের বেসামাল করার পরের দিনই অর্থাৎ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে কুলদীপ যাদব তুলে নেন চার উইকেট। পরপর দুইদিনই কুলদীপের বোলিংয়ে ভর করেই ভারত অনায়াসে পৌঁছে গেল এশিয়া কাপের ফাইনালে। সেই সঙ্গেই এই তারকা স্পিনার গড়ে ফেললেন বড় নজিরও।
একদিনের ক্রিকেটে কুলদীপ যাদব মোট ১৫০ টি উইকেটের মালিক হয়ে গেলেন। সেই সঙ্গে ভেঙে দেন অনিল কুম্বলের রেকর্ডও। বিশ্বের প্রথম বাঁ-হাতি স্পিনার হিসেবে ওডিআই ক্রিকেটে দ্রুততম ১৫০ উইকেট তুলে নেওয়ার নজির গড়েন কুলদীপ যাদব। ৮৮ ম্যাচে তিনি ১৫০ উইকেট নেন। এই মাইলফলকে ১০৬ টি একদিনের ম্যাচ খেলে পৌঁছেছিলেন অনিল কুম্বলে। এই তালিকায় শীর্ষে রয়েছেন মহম্মদ শামিও। তিনি ৮০ ম্যাচে ১৫০ ওডিআই উইকেট নিয়েছিলেন।