সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে ফিরছেন এই তারকা ব্যাটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর, এবার ভারতের নজর ৫০ ওভারের বিশ্বকাপের দিকে। আগামী জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজে সফর করবে ভারতীয় দল, সেখানে তিনটি ওয়ানডে আন্তর্জাতিক ও পাঁচটি টি২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলবে ভারত।
ফলে কেমন দল পাঠানো হতে পারে ওয়েস্ট ইন্ডিজে, এই নিয়ে জল্পনা চলছে। আসন্ন বিশ্বকাপে ঋষভ পন্থ খুব সম্ভবত নাও খেলতে পারেন, ফলে নির্বাচকরা পরিবর্ত হিসেবে সঞ্জু স্যামসনকে আনতে চাইছেন। যা সম্ভাবনা, ইশান কিশানের সাথে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে স্যামসনকে ব্যবহার করতে পারে।
এছাড়া নির্বাচকরা উমরান মালিককেও সুযোগ দিতে পারে, যদিও তিনি আইপিএল ২০২৩-এ সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ভালো খেলেননি। উনি ১৪টি ম্যাচের মধ্যে মাত্র আটটি ম্যাচ খেলেছেন। এছাড়াও সাদা বলের দলে আর্শদীপ সিং খেলতে পারেন।
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খারাপ খেলার পরেও টেস্ট দলে থাকতে পারেন কেএস ভরত। রোহিত শর্মা ও বিরাট কোহলির মত সিনিয়র ক্রিকেটারদের এই টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। সেক্ষেত্রে টি২০ দলের নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া।
এদিকে মহম্মদ শামিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হলেও, মহম্মদ সিরাজকে প্রয়োজনমত খেলাতে পারে ভারত। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সিরাজকে ফিট ও তৈরি রাখতে চাইছে নির্বাচকরা।
শেষে শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল দুজনেই নিজেদের রিহ্যাব সারছেন এবং ফিট হলে তাদের দলে নেওয়া হবে।