বিশ্বকাপ ২০২৩ এর টিকিট কবে পাওয়া যাবে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইসিসি বিশ্বকাপ ২০২৩ আয়োজিত হবে ভারতে। ইতিমধ্যেই পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হয়েছে। কিন্তু প্রশ্ন হল, কবে থেকে টিকিট ছাড়া হবে? বাংলা তথা ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করছেন টিকিটের জন্য।
যদিও এখনও আইসিসির তরফ থেকে সরকারিভাবে কোনও দিনক্ষণ নির্ধারণ করা হয়নি, তবে যা সম্ভাবনা, তাতে আগামী সপ্তাহ নাগাদ থেকে টিকিট ছাড়া শুরু হতে পারে।
আর এই খবর সামনে আসায় উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা, যারা অপেক্ষায় রয়েছেন টিকিট পেতে।
আরও পড়ুন - ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত
স্বাভাবিকভাবেই, সব থেকে বেশি চাহিদা থাকবে আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। সম্ভাবনা রয়েছে, এই ম্যাচের টিকিট ছাড়লে কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে।
আধুনিক বিশ্বে সাধারণ মানুষের মধ্যে টিকিটের বন্টন সুষ্ঠুভাবে করতে, আইসিসি পুরো টিকিটিং সিস্টেমকে ডিজিটালে আনতে চাইছে। যার অর্থ সমর্থকরা অনলাইনে টিকিট কিনতে পারবেন, যার ফলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা থাকবে না।