মুম্বাইকে হারিয়ে ফাইনালে উঠতে একাদশে বড় বদল করতে চলেছে গুজরাট টাইটান্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আহমেদাবাদে ঘরের মাঠে আইপিএল ২০২৩ এর কোয়ালিফায়ার ২ খেলবে গুজরাট টাইটান্স, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে এক জমজমাট ম্যাচের অপেক্ষায় রয়েছে ক্রিকেট জগত।
লিগ টপার গুজরাট গত কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে বিপর্যস্ত হয়েছিল। ফলে সেই হার থেকে শিক্ষা নিয়ে মুম্বাইকে হারাতে চাইবেন হার্দিক পান্ডিয়া ও কোম্পানি। সেই কারণে একাদশে আসতে পারে বড় বদল।
আরও পড়ুন - নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পর্বতারোহী পিয়ালি বসাক, কেমন আছেন তিনি?
চেন্নাই ম্যাচে সুযোগ পাওয়া দর্শন নালকান্ডের পরিবর্তে ফিরে আসতে পারেন যশ দয়াল। গত ম্যাচে পায়ে ব্যাথা অনুভব করছিলেন দর্শন, যার ফলে পুরো ফিট না থাকলে দর্শনকে খেলাবে না গুজরাট।
এদিকে বোলিংয়ের শক্তি বাড়াতে জশ লিটলকে খেলাতে পারে গুজরাট টাইটান্স। তবে সেক্ষেত্রে দাসুন শানাকাকে বাদ দিতে হতে পারে।
শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, দাসুন শানাকা / জস লিটল, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নুর আহমেদ, যশ দয়াল, মহম্মদ শামি, মোহিত শর্মা।
ইমপ্যাক্ট প্লেয়ার - বিজয় শঙ্কর