দিল্লির বিরুদ্ধে হারের জন্য এই সতীর্থকে দায়ী করলেন চেন্নাই অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৪-এ প্রথম হার হজম করল চেন্নাই সুপার কিংস। বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ রানে হারে চেন্নাই। ১৯২ রান তাড়া করতে গিয়ে শুরুটা একেবারেই ভালো করতে পারেনি চেন্নাই, শেষের দিকে মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও দিল্লির হয়ে খলিল আহমেদ ও মুকেশ কুমারের কাছে পরাস্ত হয় সুপার কিংস।
তবে ম্যাচের পর এই হারের জন্য পুরোপুরি দায়ী না করলেও, ওপেনার রাচিন রবীন্দ্রর ইনিংসটিকে আলাদা করে তুলে ধরেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ১২ বলে মাত্র দুই রান করে আউট হন রাচিন।
আরও পড়ুন - বিধ্বংসী ধোনিকে হার মানিয়ে ২০২৪ আইপিএলে প্রথম জয় দিল্লির
ম্যাচের পর পোস্ট ম্যাচ সাক্ষাৎকারে রুতুরাজ বলেছেন, "আমি খুশি ছিলাম যেভাবে বোলাররা শুরুর পাওয়ারপ্লের পর ফিরে এসেছিল। ১৯১ রানে ওদের আটকে রাখাটা ভালো প্রয়াস ছিল। প্রথম ইনিংসে পিচটা ভালো ছিল, তবে দ্বিতীয় ইনিংসে অতিরিক্ত সিম মুভমেন্ট আর স্পঞ্জের মত বাউন্স বেশি ছিল। আমার মনে হয়েছে রাচিন বড় ব্যবধানে বলগুলি মিস করছিল। আমরা প্রথম তিন ওভারে শুরু করতে পারিনি আর সেটাই তফাত হয়ে গিয়েছে।"
তবে অজিঙ্ক রাহানে ও ড্যারিল মিচেলের ৬৮ রানের জুটিতে চেন্নাই লড়াইয়ে ফিরলেও তা যথেষ্ট ছিল না, মানছেন রুতুরাজ। তিনি বলেছেন, "ম্যাচের অর্ধেক পর্যায়ে লক্ষ্যে পৌঁছনো সম্ভব ছিল। তবে অতিরিক্ত সিম মুভমেন্টের কারণে আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি আর আমরা বরাবরই পিছিয়ে ছিলাম। আমরা রান রেট কমানোর জন্য বড় ওভার পাইনি।"