অ্যাসেজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলকে করা হল জরিমানা! কিন্তু কেন?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বার্মিংহামের এজবাস্টনে অ্যাসেজের প্রথম টেস্টে স্লো ওভার-রেটে বল করার জন্য অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে তাদের ম্যাচ ফি এর ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কাটা হয়েছে।
মাঠের আম্পায়ার আহসান রাজা ও মারাইস ইরাসমাস, থার্ড আম্পায়ার ক্রিস গ্যাফ্যানি এবং চতুর্থ আম্পায়ার মাইক বার্নস এই বিষয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানান। নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে না পারায় আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট জরিমানার যে নিয়ম আছে সেটি প্রয়োগ করেন।
আরও পড়ুন: ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী প্রকাশ হতে পারে এই দিনে
আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আর্টিকেল ২.২২ অনুসারে, যা ন্যূনতম ওভার-রেটের অপরাধের সাথে সম্পর্কিত, খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য নির্ধারিত সময়ে বল করতে ব্যর্থ হলে তাদের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়।
এছাড়াও, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের আর্টিকেলের ১৬.১১.২ অনুযায়ী, প্রতিটি ওভার সংক্ষিপ্ত করার জন্য দলগুলিকে এক পয়েন্ট জরিমানা করা হয়। ফলে দুই দলের মোট পয়েন্ট থেকে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটা হবে।