শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: এশিয়া কাপের প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল ভারত। গতকাল পাকিস্তানকে হারানোর পর আজ ৪১ রানে শ্রীলঙ্কাকে হারাল রোহিত শর্মারা।বৃহস্পতিবার শ্রীলঙ্কা বনাম পাকিস্তান দ্বৈরথের জয়ী দলই খেলবে রবিবারের ফাইনাল।
আরও পড়ুন: রোহিত-বিরাট জুটি গড়ল নতুন বিশ্বরেকর্ড
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। ভারতীয় ইনিংসের প্রথম ১০ ওভারে ছবিটা অন্য রকম ছিল। ভারতীয় ওপেনাররা ১১ ওভারে ৮০ রান করে দুর্দান্ত শুরু করার পরে দুনিত ওয়ালালেগে শ্রীলঙ্কাকে খেলায় ফিরিয়ে আনেন। ওয়ালালেগে শুভমন গিলকে ১৯ রানে আউট করেন একটি দুর্দান্ত ডেলিভারিতে। ১৪ ওভারে মাত্র ৩ রানে বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট নেন ওয়ালালেগে। সোমবার পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত অপরাজিত ১২২ রান করা কোহলিকে আউট করে দেন তিনি।
১৬ তম ওভারে ওয়ালালেগের পারফরম্যান্স নাটকীয় মোড় নেয় যখন তিনি ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফেরান। যার ফলে ভারত ৮০ রানে বিনা উইকেট থেকে থেকে ৯৩ রানে ৩ উইকেটে পিছিয়ে যায়। মাত্র তিন ওভারে মাত্র চার রান দিয়ে তিনটি উইকেট নেন ওয়ালালেগে। এরপর ৩০ ওভারে ফের আক্রমণে ফিরে আসেন এবং কেএল রাহুলকে ৩৯ রানে আউট করে দেন তিনি। ২১৩ রানে অল আউট হয়ে যায় ভারত।
জয়ের জন্য ২১৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪১.৩ ওভারে ১৭২ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৪৬ বলে সর্বাধিক ৪২ রান করলেন দুনিথ ওয়েলালেগে। ধনঞ্জয় ডি সিলভা করেন ৬৬ বলে ৪১রান পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর আজ চার উইকেট নিলেন কুলদীপ যাদব। সুপার ফোরে পর পর দুটো ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মার ভারত।