"বিরাট-গম্ভীরকে অস্কার দেওয়া উচিত!"-সুনীল গাভাস্কার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অবশেষে ইতি ঘটল বিরাট-গম্ভীরের দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের। উষ্ণ আলিঙ্গনের মাধ্যমেই সব বিবাদ মুছে দিলেন বিরাট-গম্ভীর। শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে এই দৃশ্য দেখে তোলপাড় গোটা বিশ্ব। গম্ভীর-কোহলির এই মিলন নিয়েই ম্যাচের মাঝে বড় মন্তব্য করেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।
ম্যাচের প্রথম ইনিংসের ১৬ তম ওভারের শেষে টাইম-আউটের সময় গম্ভীর মাঠে ঢোকেন। তখন বিরাটও ছিলেন ক্রিজে। একে অপরের সাথে করমর্দন, কিছু কথা এবং সব শেষে মধুর আলিঙ্গনের পর মাঠ ছাড়েন গম্ভীর। বিরাট ও গম্ভীর দুজনেরই মুখে ছিল চওড়া হাসি। সকল সমালোচনা যেন হেসে উড়িয়ে দিলেন দুজনে, স্নেহের আলিঙ্গনে ভুলিয়ে দিলেন অতীতের তিক্ততা।
আর এই দৃশ্য দেখে রবি শাস্ত্রী বলেন, "গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির এই আলিঙ্গনের জন্য কেকেআরকে ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড দেওয়া উচিৎ।"
রবি শাস্ত্রীর এই কথার উত্তরেই সুনীল গাভাস্কার বলেন, "শুধু ফেয়ারপ্লে অ্যাওয়ার্ডই নয়, অস্কার অ্যাওয়ার্ডও দেওয়া উচিৎ।"
আরও পড়ুন- আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি হিসেবে নজির আন্দ্রে রাসেলের
কোহলির সাথে গম্ভীরের ঝামেলার সূত্রপাত ২০১৩ সালে। যখন গম্ভীর কেকেআর দলের অধিনায়ক ছিলেন। সেই সময় ম্যাচ চলাকালীন একে অপরের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যান। একে অপরকে ধাক্কাও দেন। দলের অন্যান্য ক্রিকেটাররা তাদের আলাদা করেন। এরপরেও বেশকিছু আইপিএল ম্যাচে এক অপরের সাথে তর্ক-বিতর্কে জড়িয়েছেন তাঁরা।
২০২৩ সালে লখনউ সুপার জায়ান্টের মেন্টর ছিলেন গম্ভীর। লখনউ বনাম বেঙ্গালুরু ম্যাচের শেষেও ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা ঝামেলায় জড়িয়ে পড়েন।
তবে শুক্রবারের বিরাট-গম্ভীরের করমর্দনই বুঝিয়ে দেয় যে অতীতের ঘটনা তাঁরা আর মনে রাখেন নি।