প্রজ্জ্বলিত দীপকে ভষ্মীভূত পাঞ্জাব

এপ্রিল ১৬ : আজ নিজের দুশো তম ম্যাচ খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি , আর সেই ম্যাচটিতে কার্যত একপেশে একটি জয় তাঁকে উপহার দিলেন চেন্নাইয়ের খেলোয়াড়রা । পাঞ্জাব কিংসকে কার্যত ধুলিস্মাৎ করে ৬ উইকেটে ম্যাচ জিতল চেন্নাই সুপার কিংস ।
ওয়াংখেড়েতে এদিন নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিংহ ধোনি । ব্যাট করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে পাঞ্জাবের তারকাখচিত ব্যাটিং । দীপক চাহরের দুরন্ত সুইংয়ে নাস্তানাবুদ হয়ে যান গেইল থেকে ময়ঙ্ক , রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রাহুল । পুরন ও হুডাকেও ড্রেসিংরুমে ফেরত পাঠান চাহর । সবমিলিয়ে ২৬ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যায় পাঞ্জাব কিংসের অর্ধেক ব্যাটিং । শেষ পর্যন্ত পাঞ্জাবের হাল ধরেন বহু চর্চিত নবাগত ব্যাটসম্যান শাহরুখ খান । মূলত তাঁর ৩৬ বলে ৪৭ রানের লড়াকু ইনিংসে ভর করেই আরও বেশি লজ্জার হাত থেকে রক্ষা পায় পাঞ্জাব । শেষ পর্যন্ত কুড়ি ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১০৬ রানে পৌঁছায় পাঞ্জাব কিংস । চেন্নাইয়ের তরফে সবচেয়ে সফল বোলার স্বাভাবিক ভাবেই দীপক চাহর । ৪ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহ দীপক রান দেন মাত্র ১৩ , ঝুলিতে চার-চারটি উইকেট ।
জবাবে ব্যাট করতে নেমে মঈন আলী , ফ্যাফ দুপ্লেসিরা কার্যত হাসতে হাসতে ম্যাচ পকেটে পুরে নেন । ৩১ বলে ৪৬ রান করেন মঈন , ৩৩ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন দুপ্লেসি। শেষ মুহূর্তে মহম্মদ সামি জোড়া ধাক্কা দিলেও তা কেবল চেন্নাইয়ের জয়কে কিছুটা বিলম্বিত করা ছাড়া আর কোনও কাজেই আসেনি । ১৫.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই । আজকের ম্যাচে জয় পেয়ে একদিকে যেমন প্রথম দু পয়েন্ট এলো চেন্নাইয়ের ঘরে , তেমনই জাতীয় দলে নিজের জায়গা ফিরে পাওয়ার দাবী ফের জোরালো করলেন দীপক চাহর ।