আগামী আইপিএলের জন্য নয়া জার্সি আনল দিল্লি ক্যাপিটালস, জার্সির ডিজাইনে অভিনব বদল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গতবারের রানার্স আপ দিল্লি ক্যাপিটালস এই বছর দেশের মাটিতে অধরা আইপিএল খেতাব জিততে মরিয়া। বেশ শক্তিশালী ভারতীয় স্কোয়াড রয়েছে দিল্লির, এছাড়া বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত স্টিভ স্মিথকেও নিয়েছে তারা। ফলে আসন্ন আইপিএলের অন্যতম ফেভারিট হিসেবে দিল্লি ক্যাপিটালস নামবে।
তবে তার আগে খেতাব জয়ের লড়াইয়ের জন্য নিজেদের নতুন জার্সি উন্মোচন করল দিল্লি ক্যাপিটালস। পুরোনো নীল জার্সিকেই তারা বজায় রেখেছে, তবে নতুনত্ব হিসেবে বেশ কিছু লাল স্ট্রাইপ যোগ করেছে জার্সিতে। পাশাপাশি লাল রঙের বাঘের নখের ছাপ ডিজাইন করা হয়েছে জার্সিতে।
ফ্রাঞ্চাইজির কথা অনুযায়ী, জার্সির নীল রঙ তুলে ধরে স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস। এদিকে লাল স্ট্রাইপগুলি তুলে ধরে শক্তি, প্যাশন ও আগ্রাসনকে। এছাড়া বাঘের নখের দাগুলি জার্সিতে আলাদা মাত্রা তুলে ধরতে ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে, বেশ সুন্দর লাগছে জার্সিটিকে।
আগামী ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবেন দিল্লি ক্যাপিটালস। এবারের নিলামে বেশ কিছু নতুন খেলোয়াড় তুলেছে তারা। উমেশ যাদব, টম কারান, স্যাম বিলিংসের মত তারকা খেলোয়াড়দের নিয়েছে দিল্লি।