বিধ্বংসী ধোনিকে হার মানিয়ে ২০২৪ আইপিএলে প্রথম জয় দিল্লির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি আইপিএলের শুরুটা মোটেও ভালো হয়নি সৌরভ-পন্টিংয়ের দিল্লি ক্যাপিটালসের। পর পর প্রথম দুই ম্যাচে হার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল দিল্লি ম্যানেজমেন্টের জন্য। বিশেষত ব্যাটিং নিয়ে ছিল বড় চিন্তা। তবে পৃথ্বী শ দলে ফিরতেই চেন্নাইয়ের বিরুদ্ধে বড় জয় দিল্লি ক্যাপিটালসের। স্বস্তি দিলেন ঋষভ পন্থও। অন্যদিকে ধোনির ১৬ বলে ৩৭ রানের বিধ্বংসী ব্যাটিং ক্রিকেট ভক্তদের মন জিতলেও ম্যাচ জেতা হলনা চেন্নাই সুপার কিংসের।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লি প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯১ রান করে। যার মধ্যে ওপেনার পৃথ্বী শ করেন ২৭ বলে ৪৩ রান এবং ডেভিড ওয়ার্নার করেন ৩৫ বলে ৫২ রান। এরপর অধিনায়ক ঋষভও করেন অর্ধশতরান। ৩২ বলে ৫১ রান করেন তিনি। ৩ উইকেট নেন চেন্নাইয়ের পাঠিরানা।
১৯২ রানের লক্ষ্যে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক রুতুরাজ ১ ও তাঁর ওপেনিং সঙ্গী রচিন রবীন্দ্র করেন ২ রান। এরপর রাহানে এবং মিচেল দলের হাল ধরলেও অনেক বেশি বল খেলেন তাঁরা। যদিও শেষের দিকে ধোনির আগ্রাসী ব্যাটিং চেন্নাইকে আশার আলো দেখালেও ১৭১ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে এই রান করে তারা।