হেরেও ফিরে আসতে মরিয়া দিল্লি ক্যাপিটালস, কেকেআরের বিরুদ্ধে নামতে পারে এই একাদশ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে মাত্র এক রানের জন্য হার মেনেছিল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এই দল মরিয়া থাকবে আবারও জয়ের রাস্তায় ফিরে এসে টেবিলের প্রথম দুই টিমকে কড়া চ্যালেঞ্জ জানাতে। জয়ের রাস্তায় ফেরা কলকাতা নাইট রাইডার্সকে হারাতে চাইবে দিল্লি।
ওপেনিংয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। এদিকে শিমরন হেটমায়ারের ফর্মে ফেরাটা অত্যন্ত ইতিবাচক হয়েছে গতবারের রানার্সদের জন্য। ঋষভ পন্থকে নিজের হিটিং ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। এদিকে স্টিভ স্মিথ ও মার্কাস স্টোইনিস প্রয়োজনে জ্বলে উঠতে সক্ষম।
বোলিংয়ের কথা বললে, দলের পেস ত্রয়ী কাগিসো রাবাডা, আবেশ খান ও ইশান্ত শর্মা বেশ ভালো পারফর্ম করছেন। গত ম্যাচে ফিরে এসে দারুণ ছন্দ দেখিয়েছেন ইশান্ত। এদিকে অক্ষর প্যাটেল ও অমিত মিশ্রার স্পিন বেশ উপযোগী হয়েছে দিল্লির জন্য। তবে ষষ্ঠ বোলার হিসেবে আরও দায়িত্ব নিতে হবে মার্কাস স্টোইনিসকে। এই এক জায়গায় দিল্লির বোলিং কিছুটা হলেও দূর্বল।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ - পৃথ্বী শ, শিখর ধাওয়ান, স্টিভ স্মিথ, ঋষভ পন্থ (উইকেটকিপার / অধিনায়ক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, অক্ষর প্যাটেল, অমিত মিশ্রা, কাগিসো রাবাডা, ইশান্ত শর্মা, আবেশ খান।