অক্সিজেন সিলিন্ডার ও করোনা কিট প্রদানে বিপুল অর্থ অনুদান করল দিল্লি ক্যাপিটালস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনার লড়াইয়ে ইতিমধ্যেই একাধিক মানুষ নেমে পড়েছে। নিজেদের মত করে চেষ্টা করছে এই মহামারি থেকে দেশের মানুষকে বাঁচানোর। আইপিএলের মত মহাযজ্ঞ চলাকালীন বেশ কিছু খেলোয়াড়ও এতে অনুদান করেছে। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস সাড়ে সাত কোটি টাকা অনুদান দিয়েছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে, এবার সেই একই পথ ধরল আইপিএলের আর এক ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে নামার আগে নিজেদের সোশ্যাল মিডিয়ায় দিল্লি ক্যাপিটালস ঘোষণা করে, দেশের রাজধানীর দুই এনজিও হেমকুন্ত ফাউন্ডেশন ও উদয় ফাউন্ডেশনকে দেড় কোটি টাকা অনুদান দিল দিল্লি ক্যাপিটালস এবং তাদের দুই সঙ্গী জেএসডব্লু ফাউন্ডেশন ও জিএমআর ভরালক্ষ্মী ফাউন্ডেশন। এই নিয়ে নিজের টুইটারে ঘোষণা করেছে দিল্লি।
এদিকে দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, এই অর্থ দিয়ে প্রয়োজনীয় ঔষধি, অক্সিজেন সিলিন্ডার ও কনসেন্ট্রেটর এবং কোভিডের কিট কেনা হবে, যা মুমুর্ষু রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যবহৃত হবে।
যদিও করোনার বিরুদ্ধে এই লড়াই দিল্লি ক্যাপিটালসের নতুন কিছু নয়। গত সপ্তাহে করোনার জন্য একটি কর্মসূচি চালু করেছে এই ফ্র্যাঞ্চাইজি, যার নাম 'প্রোজেক্ট প্লাজমা'। এই প্রকল্পে করোনা থেকে সুস্থ হওয়া মানুষদের নিজেদের রক্তের প্লাজমা প্রদানের অনুরোধ করেছেন খেলোয়াড়রা।