স্টেডিয়ামের বাইরে এই খেলোয়াড়ের মূর্তি গড়তে চান দিল্লি ক্যাপিটালসের কর্নধার পার্থ জিন্দাল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে চারটি ম্যাচেই হেরেছিল দিল্লি ক্যাপিটালস, যার মধ্যে ছিল ফাইনালের বড় হার। আর সেই হারের বদলা যেন নেওয়া হল মঙ্গলবার। ছয় উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস, এবং স্বভাবতই উচ্ছ্বসিত সহ কর্নধার পার্থ জিন্দাল।
আর দিল্লির এই জয়ে বড় অবদান রেখেছেন অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্রা। চার উইকেট নিয়ে মুম্বইয়ের মিডল অর্ডারে ধস নামিয়ে এনেছিলেন মিশ্রা। আর এই স্পিনারকে নিয়ে এতটাই খুশি জিন্দাল, যে তার অনুকরণে একটি মূর্তি তৈরি করতে চান দিল্লি স্টেডিয়ামের বাইরে।
এই নিয়ে নিজের টুইটারে পার্থ জিন্দাল লিখেছেন, “যদি বিসিসিআই এবং রাজ্য অ্যাসোসিয়েশনের তরফ থেকে আইপিএল দলগুলিকে অনুমতি দেওয়া হয় যে নিজেদের ঘরের মাঠের বাইরে মূর্তি তৈরি করা হয়। তাহলে কোনও সন্দেহ নেই যে প্রথম যে মূর্তি আমাদের জন্য গড়ে উঠবে তা হল অমিত মিশ্রার। দিল্লির জন্য উনি একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে রয়েছেন।“
২০০৮ সালে সেই সময়ের দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল খেলা শুরু করেছিলেন অমিত মিশ্রা। এরপর একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসে ফিরে আসেন মিশ্রা। গত বছর কেবল দুই ম্যাচই খেলতে পেরেছিলেন মিশ্রা, এরপর আঙুলের চোটের জন্য তাকে দেশে ফিরে যেতে হয়েছিল।