করোনা নিয়ে বিসিসিআইকে এই বিশেষ আবেদন দিল্লি ক্যাপিটালসের, এই দিন থেকে শুরু প্রস্তুতি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী মাসের ৯ তারিখ থেকে শুরু হবে আইপিএলের চতুর্দশ সংস্করণ। আর কয়েক দিনের মধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজি বিসিসিআই প্রদত্ত জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। এই পরিস্থিতিতে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ আবেদন করল গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালস।
দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট বিসিসিআইয়ের কাছে আবেদন করেছে যাতে এই টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের খেলোয়াড়দের কোভিড ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করা যায়। আগামী সপ্তাহে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করছেন দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়রা।
এই নিয়ে দিল্লি ক্যাপিটালসের এক সূত্র বিশিষ্ট এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “আমরা বিসিসিআইয়ের সাথে কথা বলেছি যারা আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাথে কথা বলছে, যেখানে অলিম্পিক অ্যাথলিটদের ভ্যাকসিন দেওয়া হয়েছে বা দেওয়া হবে। বিদেশী খেলোয়াড়দের হয়ত অনুমতি দেওয়া হবে না, তবে বোর্ড কথাবার্তা শুরু করেছে যাতে ভারতীয় খেলোয়াড়দের সাথে শুরু করা যায়।“
আগামী মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের কোয়ারেন্টিন শুরু হবে। এই নিয়ে দিল্লির সেই সূত্র বলেছেন, “দিল্লি ক্যাপিটালসের বর্তমানে উপলব্ধ খেলোয়াড়রা আগামী মঙ্গলবার থেকে কোয়ারেন্টিনে থাকবে। এই মুহুর্তের পরিস্থিতিতে, সাত দিনের কড়া কোয়ারেন্টিনের পর মুম্বইয়ে অনুশীলন শুরু হবে।“