দিল্লি ক্যাপিটালসের পরাক্রমে ধোপে টিকল না মায়াঙ্কের অধিনায়কোচিত ইনিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অধিনায়ক কে এল রাহুলের হঠাত বিদায়ের পর টলমলে পাঞ্জাব কিংসের দায়িত্ব নিয়ে ভাগ্য বদলাতে পারলেন না মায়াঙ্ক আগরওয়াল। দিল্লি ক্যাপিটালসের পরাক্রম এবং বিশেষ করে শিখর ধাওয়ানের দুর্দান্ত অর্ধশতরানে আবারও হারল পাঞ্জাব।
প্রথমে ব্যাট করে পাঞ্জাব নিজেদের ২০ ওভারে ১৬৬/৬ তোলে। আর পুরো ইনিংস জুড়ে কেবল একজনই খেলে গেলেন, তিনি মায়াঙ্ক আগরওয়াল। ৫৮ বলে অপরাজিত ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আগরওয়াল। এদিকে প্রথম আইপিএল ম্যাচ খেলতে নামা ডেভিড মালান (২৪) সেভাবে চমক দেখাতে পারলেন না।
দিল্লির হয়ে দারুণ বোলিং করেন কাগিসো রাবাডা, তিনটি উইকেট নিয়ে আবারও নিজের ফর্ম ফিরে পেলেন তিনি। এদিকে দারুণ বোলিং করেন অক্ষর প্যাটেল, চার ওভারে মাত্র ২১ রান দেন তিনি।
জবাবে দারুণ শুরু করে দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী শ আবারও ঝড় তোলেন নিজের ব্যাটিংয়ে। তবে ২২ বলে ৩৯ রান করে আউট হন শ। এরপর দিল্লির ইনিংসকে সামলে রাখেন শিখর ধাওয়ান। ৪৭ বলে।অপরাজিত ৬৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দিল্লিকে জেতান।
শুরুতে চমক দেখালেও আবারও প্রচুর রান দিয়ে বসেন রাইলে মেরেডিথ। অফ ফর্মের সাগরে ডুবেই রয়েছেন মহম্মদ শামি। তবে গত ম্যাচের মত এই ম্যাচেও ভালো বল করলেন হরপ্রীত ব্রার। তিন ওভারে মাত্র ১৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।
এই জয়ের সাথে চেন্নাই সুপার কিংসকে সরিয়ে শীর্ষে চলে যায় দিল্লি। এদিকে হারের সম্মুখীন হয়ে ষষ্ঠ স্থানে নেমে যায় পাঞ্জাব কিংস।