ব্যাটিং কিভাবে করতে হয়, কেকেআরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পৃথ্বী শ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হতশ্রী পারফর্মেন্স জারি রাখল কলকাতা নাইট রাইডার্স। শক্তিশালী প্রতিপক্ষকে আবারও সামনে পেয়ে পুরো ছড়িয়ে দিল দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 'তারকাসমৃদ্ধ' কলকাতা নাইট রাইডার্স টিমকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তরুণ ওপেনার পৃথ্বী শ, ব্যাটিং কিভাবে করতে হয়।
প্রথমে ব্যাট করে যথারীতি স্লথ শুরু করেছিল কলকাতা। শুভমন গিল স্ট্রাইকরেট নয়, বরং নিজের রানেই ফোকাস করছিলেন। এর ফলে ৪৩ করলেও স্ট্রাইক রেট মাত্র ১১৩৷ আর কেকেআরের বিখ্যাত মিডল অর্ডার যথারীতি তাসের ঘরের মত ভেঙে পড়ল। শেষে আন্দ্রে রাসেল ৪৫ রানের দুরন্ত ইনিংস না খেললে লজ্জার মুখে পড়তে হত নাইটদের। শেষ অবধি ২০ ওভারে ১৫৪/৬ করতে পারে নাইটরা।
পার্ট টাইম অফ স্পিনার হিসেবে এসে তিন ওভারে মাত্র ১৩ রান দিয়ে তিন উইকেট নিয়ে যান ললিত যাদব, আর এতেই স্পষ্ট কেকেআরের ব্যর্থতা। এছাডা দুই উইকেট নেন অক্ষর প্যাটেল।
মাত্র ১৫৫ রানের লক্ষ্য দিল্লির দুর্দান্ত ব্যাটিং লাইন আপের কাছে নস্যি, বুঝেছিলেন অনেকে। কিন্তু এমন দাপুটে ব্যাটিং করে বসবেন পৃথ্বী শ, তা অনেকেই ভাবতে পারেননি। প্রথম ওভারে শিবম মাভিকে ছয় বলে ছয়টি চার মেরে নিজের মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন শ। শেষ অবধি ৪১ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস খেলেন শ। অন্যপ্রান্তে যেন দর্শকের ভূমিকায় থেকে ৯০ এর স্ট্রাইক রেটে ৪৬ করেন শিখর ধাওয়ান। শেষ অবধি ২১ বল বাকি থাকতে সাত উইকেটে জেতে দিল্লি।
একা প্যাট কামিন্সই তিন উইকেট নিয়েছেন, বাকিরা যথারীতি খারাপ পারফর্ম করেছেন। কেবল প্রথম ওভারে মার খাওয়ার পর আর শিবম মাভিকে বলই দেননি মর্গ্যান, যা এই দলের আত্মবিশ্বাসের পর্যায়কে বোঝায়। ফলে অভ্যেসের পথে আবারও হাঁটতে শুরু করল নাইটরা।