করোনায় আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের তারকা অক্ষর প্যাটেল, চেন্নাই ম্যাচে অনিশ্চিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নীতিশ রানার পর আরও একজন খেলোয়াড় আক্রান্ত হলেন করোনায়। এবার এই মারণ রোগের শিকার হলেন তারকা ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এই মুহুর্তে মুম্বইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে, সেখানেই ছিলেন অক্ষর। কিন্তু করোনা পরীক্ষা করার পর তার ফল পজিটিভ আসে।
এই নিয়ে দিল্লি ক্যাপিটালসের এক সূত্র জানিয়েছেন, “দুর্ভাগ্যবশত, অক্ষর করোনা পজিটিভ হয়েছেন। উনি এই মুহুর্তে আইসোলেশনে রয়েছেন এবং সমস্ত নিয়মবিধি মেনে চলা হচ্ছে।“
আর এর জেরে এবারের আইপিএলের শুরুর আগেই দ্বিতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হলেন অক্ষর। আইসোলেশন এবং কোয়ারেন্টিনে থাকার জেরে আগামী ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত হয়ে গেলেন এই বাঁ হাতি অলরাউন্ডার।
এর আগে গত ২২ মার্চ করোনা পজিটিভ হন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটসম্যান নীতিশ রানা। যদিও গত বৃহস্পতিবার তার করোনা রেজাল্ট নেগেটিভ আসে।