ভারত বনাম নিউজিল্যান্ড সেমি ফাইনাল দেখতে আসছেন ডেভিড বেকহ্যাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৫ নভেম্বর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে চলা এই ম্যাচ দেখতে তারকা-মহাতারকাদের ভিড় হওয়া স্বাভাবিক। এবার এই বড় ম্যাচের রোশনাই বাড়াতে আসছেন ডেভিড বেকহ্যাম।
আরও পড়ুন - রোহিত নন, অস্ট্রেলিয়ার বাছা বিশ্ব একাদশের অধিনায়ক বিরাট কোহলি! কিন্তু কেন?
যা খবর, ভারত বনাম নিউজিল্যান্ড সেমি ফাইনাল দেখতে ওয়াংখেড়ে আসবেন সুপারস্টার এই প্রাক্তন ফুটবলার। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে তিন দিনের ভারত সফরে এসেছেন বেকহ্যাম, আর এই সফরের মাঝেই ওয়াংখেড়েতে আসবেন তিনি।
এই নিয়ে ইতিমধ্যেই শেষ মুহুর্তের প্রস্তুতি সারছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। কথাবার্তা চলছে যাতে বেকহ্যামের সাথে একই স্ট্যান্ডে কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকরকে বসানো যায়।
আরও পড়ুন - নেদারল্যান্ডের বিরুদ্ধে কে হলেন ভারতের সেরা ফিল্ডার? জানালেন মাঠকর্মীরাই
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় থেকে ইউনিসেফের হয়ে শিশুদের জন্য কাজ করে এসেছেন বেকহ্যাম। এর ফলে ২০০৫ সালে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর নিযুক্ত হন তিনি। ২০১৫ সালে ইউনিসেফের সাথে জুড়ে '৭ ফান্ড' তৈরি করেন বেকহ্যাম। এই পার্টনারশিপে বিশ্বজুড়ে শিশুদের জন্য সাহায্য পাঠানো হবে।