কেমন আছেন দীপক চাহর? জানতে পড়ুন…

এক্সট্রাটাইম নিউজ ডেস্ক: তিনি দলের এক নম্বর জোরে বোলার। এমন সম্পদ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চেন্নাই সুপার কিংসের সংসারে কালো মেঘ ঘনাতে থাকে। স্বভাবতই চিন্তায় রয়েছেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যদিও ক্রিকেট সমর্থকদের ট্যুইট আস্বস্ত করলেন এই ডানহাতি মিডিয়াম পেসার।
দুবাইয়ে হোটেলের ঘর থেকে ট্যুইটারে একটি ভিডিও বার্তায় দীপক বলেছেন, "আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। এবং আপনাদের আশির্বাদে খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।"
তবে দীপক সুস্থ হয়ে উঠলেও তাঁকে ও এবং আরও ১২ জন কোভিড আক্রান্ত সদস্যকে আপাতত ১৪'দিন 'হোম কোয়ারইন্টাইন'এ থাকতে হবে। তাই এদের কোনও কোভিড টেস্ট হয়নি। তবে মঙ্গলবার সিএসকে শিবিরের অন্যান্য সদস্যদের করোনা টেস্ট করা হয়। এবং তাদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও এখনই মাঠে নামার অনুমতি পাবে না 'ক্যাপ্টেন কুল'এর দল। আগামী ৩ সেপ্টেম্বর আরও একবার করোনা পরীক্ষা করা হবে। সেই টেস্টের ফলাফল নেগেটিভ এলেই অনুশীলন শুরু করতে পারবে দুবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
যদিও এতেই চিন্তার কালো মেঘ পুরোপুরি সরছে না। কারণ, সুরেশ রায়না স্বেচ্ছায় আইপিএল থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি এখনও দলের সঙ্গে যোগ দেননি অভিজ্ঞ অফ-স্পিনার হরভজন সিং। মায়ের শরীর খারাপের কারণ দেখিয়ে প্রথমে তিনি চিপকের অনুশীলন শিবির এড়িয়ে যান। এমনকি দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে পর্যন্ত সফর করেননি ভাজ্জি। ১ সেপ্টেম্বর সকালে তাঁর মরু দেশে উড়ে যাওয়ার কথা থাকলেও, তিনি দলে যোগ দেননি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আদৌ ভাজ্জি এবার আইপিএল খেলবেন তো!