KKR-RCB এর পর এবার স্থগিত হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইপিএল ২০২১ এর শান্তিপূর্ণ সংসারে নেমে আসে করোনার গ্রাস। প্রথমে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র, এবং পরে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং বাস পরিস্কারের এক কর্মী করোনায় পজিটিভ আসেন।
যদিও সোমবার পুনরায় টেস্ট করানোয় সিইও ও বাসকর্মী নেগেটিভ আসেন, কিন্তু বালাজির করোনা পজিটিভ আসায় এবার কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে চেন্নাই সুপার কিংস। যেহেতু বোলিং কোচ হিসেবে বালাজি খেলোয়াড়দের সংস্পর্শে এসেছিলেন, তাই সকল সিএসকে খেলোয়াড়দের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর এর জেরে আগামী ৫ মে অর্থায় বুধবার দিল্লিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে নামবে না চেন্নাই সুপার কিংস।
এই নিয়ে সিএসকের এক শীর্ষকর্তা বলেছেন, "কোচ (বালাজি) উপসর্গহীন রয়েছেন। যদিও বিসিসিআই এর প্রোটোকল অনুযায়ী, যারা ওনার সংস্পর্শে এসেছেন তাদের ছয় দিনের কোয়ারেন্টিনে যেতে হবে। আমরা আমাদের পরবর্তী ম্যাচ খেলতে পারব না। বিসিসিআই জানে পরীক্ষার প্রোটোকল বিষয় এবং কতগুলি পরীক্ষায় নেগেটিভ আসা প্রয়োজন যতক্ষণ না পুরো ছাড় দেওয়া হয়। আমরা বিসিসিআই এর সাথে যোগাযোগ করেছি। ওদের সিএসকে এবং রাজস্থান রয়্যালসের ম্যাচটির নয়া তারিখ ঠিক করতে হবে।"
এদিকে এই নিয়ে বিসিসিআই এর এক আধিকারিক বলেছেন, "অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল সিএসকে এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচটি দিনক্ষণ পুনর্নিধারণ করা হবে নিয়ম অনুযায়ী। যেহেতু বালাজি খেলোয়াড়দের সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে কঠিন কোয়ারেন্টিনে প্রবেশ করেছেন। ওনাদের প্রতিদিন টেস্ট করা হবে।"
যদিও ম্যাচ স্থগিতের বিষয়ে সরকারি কোনও ঘোষণা করেনি বিসিসিআই বা আইপিএল, কিন্তু এটি পরিষ্কার, আগামীকালের ম্যাচ হওয়া নিয়ে ধোঁয়াশা অব্যাহতই রয়েছে।