কেকেআরের টানা হারের লজ্জাকে বজায় রাখতে এই শক্তিশালী একাদশে নামবে চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। সোমবার রাজস্থান রয়্যালসকে দাপটের সাথে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী চেন্নাই সুপার কিংস। এবার পরপর দুই ম্যাচ হেরে ধুঁকতে থাকা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে চাইবে চেন্নাই সুপার কিংস।
ওপেনিংয়ে ফাফ ডু প্লেসিসের সাথে ঋতুরাজ গায়কোয়াড় সেভাবে ভালো পারফর্ম করছেন না। তবে টিম ম্যানেজমেন্ট এই তরুণ ব্যাটসম্যানের প্রতি আস্থা রাখছে, ফলে কলকাতার বিরুদ্ধেও নামবেন ঋতুরাজ। এদিকে মিডল অর্ডারে সুরেশ রায়না, অম্বাতি রায়ডু এবং মইন আলি বেশ ভরসা দিচ্ছেন। আর শেষে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান ও ডোয়েন ব্রাভোর বিস্ফোরক ব্যাটিং তো রয়েইছে।
এদিকে বোলিংয়ে কোনও পরিবর্তন আসবে না বলেই বোধ হয়। কারণ দীপক চাহার ও শার্দুল ঠাকুর অত্যন্ত উপযোগী হচ্ছেন। এদিকে মইন আলি ও রবীন্দ্র জাদেজার স্পিন ভয়ঙ্কর হয়ে উঠেছিল রাজস্থানের বিরুদ্ধে। ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে চেন্নাই সুপার কিংস।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ – ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসিস, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), স্যাম কারান, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, দীপক চাহার।