টেবিল টপার চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৪ আইপিএল শুরুর আগে আচমকাই পরিবর্তন হয়ে যায় চেন্নাই দলের অধিনায়কের নাম। মহেন্দ্র সিং ধোনি সরে দাঁড়ান অধিনায়ক পদ থেকে এবং তাঁর পরিবর্তে অধিনায়কত্বর দায়িত্ব পেয়েছেন রুতুরাজ গায়েকওয়াড়। তবে অধিনায়ক বদল হলেও চেন্নাইয়ের খেলার কোনো পরিবর্তন হয়নি৷ দুই ম্যাচ পরে লিগ টেবিলের শীর্ষেই সিএসকে।
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে চেন্নাই। প্রসঙ্গত প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে ঋষভ পন্থের দিল্লি। তবে শীর্ষস্থান ধরে রাখতে সতর্ক চেন্নাই ম্যানেজমেন্ট।
এক নজরে দেখে নিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ-
চেন্নাই সুপার কিংস- রুতুরাজ গায়েকওয়াড় (অধিনায়ক), রচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, শিবম ডুবে, রবীন্দ্র জাডেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান