মুমুর্ষু বাবার জন্য আনা অক্সিজেন কনসেন্ট্রেটর হারিয়ে ফেলে ছেলে, খুঁজে ফেরত দিল সিএসকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে দেশে করোনার অবস্থা খুবই খারাপ, আর দেশের রাজধানী দিল্লিতে সেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর। অক্সিজেনের অভাবে প্রতিনিয়তই মানুষ মরছে দিল্লিতে। আর এমন পরিস্থিতিতে বাবার অসুখের জন্য অক্সিজেন নিয়ে আসা ছেলের পাশে দাঁড়াল চেন্নাই সুপার কিংস।
দিল্লির বাসিন্দা আনোয়ারের বাবার অক্সিজেন লেভেল বেশ কমে গিয়েছিল। এদিকে শহরে অক্সিজেনের অভাব প্রকট হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে আনোয়ার ঠিক করে, অক্সিজেন সিলিন্ডার না কিনে বেঙ্গালুরু থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর আনবেন। সেই মত নিজে গিয়ে বেঙ্গালুরু থেকে কনসেন্ট্রেটর কিনে বিমানে করে দিল্লিতে আসেন আনোয়ার।
কিন্তু তারপরেই ঘটে বিপত্তি। বিমানবন্দরে এসে দেখেন, কনসেন্ট্রেটরের সেই বাক্সটিই আর পাওয়া যাচ্ছে না। এই নিয়ে বন্দরের কর্তৃপক্ষকে জানালেও কোনও সুরাহা মেলেনি আনোয়ারের। এক প্রকার হতাশ হয়ে পড়েন আনোয়ার।
কিন্তু এরপর জানা যায় সত্যিকারের ঘটনা। একইসময় দিল্লি বিমানবন্দরে নামে চেন্নাই সুপার কিংসের কয়েকজন সদস্য, এবং তাদের একজন ভুল করে আনোয়ারের সেই বাক্সটি নিয়ে যায় টিম হোটেলে। এরপর টিম হোটেলে সমস্ত ব্যাগেজ চেক করা হলে দেখা যায়, অতিরিক্ত একটি লাগেজ রয়ে গিয়েছে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে ও সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, এটিই আসলে আনোয়ারের অক্সিজেন কনসেন্ট্রেটরের বাক্স।
এরপর ভুল বুঝতে পেরে সেই বাক্সটি কর্তৃপক্ষের হাতে তুলে দেয় চেন্নাই সুপার কিংস। আর সেই খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন আনোয়ার। ৩৭ ঘন্টার হয়রানির পর শেষ অবধি বাবার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নিয়ে যেতে সক্ষম হন আনোয়ার।