পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবেন না সিএসকের এই দুই তারকা, আশঙ্কার বার্তা স্টিফেন ফ্লেমিংয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার দিল্লি ক্যপিটালসের কাছে বাজে ভাবে হেরেছে চেন্নাই সুপার কিংস। ১৮৮ রানের দারুণ লক্ষ্য খাঁড়া করলেও খারাপ বোলিংয়ের জেরে ম্যাচ হারতে হল সিএসকেকে। এই পরিস্থিতিতে পরবর্তী ম্যাচ শক্তিশালী পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। আর এই ম্যাচ নিয়ে আশঙ্কার বার্তা দিলেন কোচ স্টিফেন ফ্লেমিং।
ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে ফ্লেমিং জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার লুঙ্গি এনগিডি এবং জেসন বেহরেনডর্ফকে পাঞ্জাব ম্যাচে পাওয়া যাবে না। এই নিয়ে ফ্লেমিং বলেছেন, "এনগিডিকে পাওয়া যাবে না, উনি আগামী ম্যাচের জন্য আসবেন না। তাই জস হেজলউডকে হারানোয় আমাদের পরিকল্পনায় বড়সড় আঘাত পড়েছে। এনগিডি শীঘ্রই আসবেন। বেহরেনডর্ফের ক্ষেত্রেও একই কথা বলা যায়।"
এদিকে দিল্লি ম্যাচে খারাপ বোলিং নিয়েও আশাবাদী ফ্লেমিং। তিনি বলেছেন, "এটি এমন একটি জায়গা যেখানে আমাদের কমতি রয়েছে। কিন্তু আমরা ভারতীয় বোলারদের দিকেই তাকিয়ে রয়েছি এবং স্যাম কারানের মত আন্তর্জাতিক বোলার রয়েছে আমাদের কাছে।"
আর শেষে দলের ব্যাটসম্যানদের পাশে দাঁড়ালেন ফ্লেমিং। সুরেশ রায়নার দুর্দান্ত অর্ধশতরান এবং শেষের দিকে স্যাম কারানের দুরন্ত ৩৪ রানের ইনিংসে চেন্নাই ১৮৮ রান তুলেছিল ২০ ওভারে। এই নিয়ে ফ্লেমিং বলেছেন, "যখন শুরুতে উইকেট হারিয়েও ১৮৮ রান তোলা যায়, তখন সেটিকে খারাপ বলা যায় না। ব্যাট হাতে আমাদের আগ্রাসন খুব ভালো ছিল। পরিস্থিতি বদলেছে, শিশিরের হালকা বৃষ্টি দ্বিতীয় ইনিংসে আমাদের জন্য কঠিন করেছিল। ওরা ভালো খেলেছে কিন্তু এই মাঠে ১৯০ অনেকটাই লড়াকু স্কোর, আমাদের শুধু ভালো বল করতে হত।"