মহেন্দ্র সিং ধোনির খেলার ভবিষ্যৎ নিয়ে খুশির বার্তা দিলেন চেন্নাই সুপার কিংসের সিইও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত বুধবার নিজের ৪০তম জন্মদিন পালন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব করছেন। আগামী সেপ্টেম্বর মাসে আইপিএলের দ্বিতীয় পর্ব খেলবে সিএসকে। আর এখানেই উঠছে প্রশ্ন, তবে কি এই বছরই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল?
এই নিয়ে বড় বার্তা দিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এখনও দুই বছর ক্রিকেট খেলতে পারবেন ধোনি। এই নিয়ে কাশী বিশ্বনাথন বলেছেন, "উনি এখনও সিএসকের সাথে এক বা দুই বছর খেলতে পারেন। উনি পুরোপুরি ফিট, প্রচুর অনুশীলন করেন। কোনও কারণ দেখতে পাচ্ছি না যার জন্য তিনি থেমে যাবেন।"
"আমাদের তরফ থেকে, আমরা খুশি উনি সিএসকের জন্য যা করছেন। কেবল অধিনায়কত্ব বা সব থেকে অভিজ্ঞ খেলোয়াড় হওয়ার দরুণ গাইড ও নেতা হওয়ার জন্য নয়, আমরা মনে করি উনি এখনও ভালো এবং একজন খেলোয়াড় হিসেবে আমাদের দলে আলাদা মূল্য নিয়ে আসেন। উনি একজন ফিনিশার হিসেবেই ছিলেন এবং এমনটাই করে আসবেন।"
২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের মুখ হিসেবে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আর তার অসাধারণ অধিনায়কত্বে তিনবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। যদিও ২০২০ সালের আইপিএল খারাপ গিয়েছে, কিন্তু এবারের আইপিএলে দুরন্ত পারফর্ম করে দ্বিতীয় স্থানে রয়েছে সিএসকে। আর এই বক্তব্যের জেরে স্পষ্ট, আগামী আইপিএলের নিলামের আগে ধোনিকে রিটেইন করবে চেন্নাই সুপার কিংস।