ধোনি কি চেন্নাই সুপার কিংসের বোঝা? স্পষ্ট ভাষায় নিজের বক্তব্য রাখলেন সিইও কাশী বিশ্বনাথন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় হাসিল করে চেন্নাই সুপার কিংস। কিন্তু এই জয় সত্ত্বেও একটি চিন্তা রয়েইছে, আর তা হল মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং। ৩৯ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটসম্যান আজও দুর্দান্ত ফিটনেস দেখালেও ব্যাট হাতে একেবারে ব্যর্থ এক সময়ের সেরা ফিনিশার।
গত ২০ ইনিংসে একটিও অর্ধশতরান নেই ধোনির, যেখানে গত ১১ ম্যাচে কেবল একবারই ৩০ এর গন্ডি পেরিয়েছেন মাহি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম বলে আউট হন ধোনি, আর রাজস্থানের বিরুদ্ধে ১৭ বলে ১৮ করেন। ফলে ইনিংসের শেষের দিকে ধোনি ক্রমশ দলের জন্য বোঝা হয়ে যাচ্ছেন। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এই বিষয় নিয়ে এবার নিজের মতামত দিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তিনি এখনও ধোনির অধিনায়কত্বে বিশ্বাস রাখছেন এবং আশা রাখছেন, খেতাব জেতালে ধোনিই জেতাবেন। তিনি বলেছেন, “আমরা জয়ের পথে ফিরে এসেছি এবং দ্বিতীয় স্থানে চলে এসেছি। আর এর জন্য কৃতিত্ব দেওয়া উচিত এমএস ধোনিকে। যেভাবে উনি নেতৃত্ব দিয়েছে দলকে, ওনার উপস্থিতিতেই অর্ধেক কাজ হয়ে যায়। উনি আমাদের একজন সম্পদ এবং কখনই আমাদের বোঝা নন। আমি নিশ্চিত উনি আমাদের প্লেঅফসে নিয়ে যাবে এবং আমাদের জন্য আরও একটি খেতাব জেতাবেন।“
এদিকে ধোনি এখনও অবধি কেন সাত নম্বরে ব্যাট করছেন, সে নিয়ে কিছুটা সাবধানী উত্তর দিলেন সিইও। এই নিয়ে কাশী বিশ্বনাথন বলেছেন, “দেখুন, উনি দলের জন্য খেলেন। নিজের ইচ্ছায় ঐ জায়গায় ব্যাট করতে আসা নিয়ে নিশ্চই ধোনি টিম ম্যানেজমেন্টের সাথে পরামর্শ করেছেন। উনি পরিস্থিতি অনুযায়ী খেলার লাভের জন্য খেলেন। আমি নিশ্চিত যদি প্রয়োজন হয় তাহলে উনি এবং টিম ম্যানেজমেন্ট হয়ত সিদ্ধান্ত নিতে পারে একটু উপরে খেলানোর জন্য। কিন্তু এটি ওদের ভাবার বিষয়। ধোনি কেবল দুটি ইনিংস খেলেছেন এখনও অবধি আর আমি নিশ্চিত উনি বড় ইনিংস নিয়ে আসবেন। সিএসকের তাদের অধিনায়ককে সবথেকে বেশি দরকার। উনি আমাদের সম্পদ এবং সর্বদাই সেভাবে থাকবেন।“
এরপর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে চেন্নাই সুপার কিংস। এবং এই ম্যাচে ধোনি নিজের ব্যাটিং শক্তি দেখাতে পারেন কিনা, তারই অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।