সুস্থ হওয়ার পরের দিনই ফের করোনা পজিটিভ হলেন মাইকেল হাসি, ফিরছেন না দেশে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ঝামেলা যেন মিটছেই না আইপিএলে। সুস্থ হওয়ার কয়েক দিন পরেই আবারও করোনা পজিটিভ হলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইকেল হাসি। জানা গিয়েছে, সোমবার তার করোনা টেস্টে ইতিবাচক রেজাল্ট পাওয়া যায়।
গত শনিবার চেন্নাইয়ে করোনায় নেগেটিভ এসেছিলেন হাসি, এবং মনে করা হয়েছিল দ্রুত সুস্থ হয়ে উঠেছেন তিনি। কিন্তু সোমবার দ্বিতীয় করোনা টেস্ট করালে পজিটিভ আসেন তিনি। আর এর জেরে চেন্নাইতেই থেকে যেতে হবে এই প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে।
আহমেদাবাদ থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে চেন্নাইয়ে নিয়ে আসা হয়েছিল সিএসকের দুই করোনা আক্রান্ত মাইকেল হাসি ও লক্ষ্মীপতি বালাজি। আর এবার ফের করোনায় আক্রান্ত হওয়ার জেরে এই মুহুর্তে দেশে ফিরতে পারবেন না প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। নিজের পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে হাসি বলেছেন, "আমি বিশ্রাম নিচ্ছি এবং কিছুটা ভালো লাগছে। আমি খুবই কৃতজ্ঞ সিএসকে আমার জন্য যা করে চলেছে।"
ইতিমধ্যে আইপিএলের সাথে যুক্ত সকল অস্ট্রেলিয়ান সদস্য মালদ্বীপ পৌঁছে গিয়েছেন এবং বাধ্যতামূলক কোয়ারেন্টিন সেরে সেখান থেকে দেশে ফিরবেন।