শুক্রবার দুবাই যাওয়ার জন্য তৈরি মুম্বই ইন্ডিয়ান্স ও সিএসকে, তবে রয়েছে এই বড় ঝামেলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কেবল এক মাস বাকি আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব শুরু হতে। আর সেই কারণে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দলই। ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার জন্য প্রস্তুত চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। যা খবর, আগামী শুক্রবার বিমানের টিকিট বুক করে রেখেছে এই দুই দল।
কিন্তু রয়েছে এই বড় সমস্যা। এখনও অবধি সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের তরফ থেকে ছাড়পত্র পায়নি এই দুই দল। বৃহস্পতিবার সকাল অবধিও তারা ছাড়পত্র পায়নি। এদিকে এই নিয়ে বিসিসিআই লাগাতার চেষ্টা করে চলেছে বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন।
একটি সাক্ষাৎকারে সিএসকে এর সিইও বলেছেন, "আমাদের এখনও অনুমতি দেওয়া হয়নি। আমরা বিসিসিআইয়ের সাথে অনবরত যোগাযোগ করছি এবং ওরাও সংযুক্ত আরব আমিরশাহির আধিকারিকদের সাথে কথা বলছে। আমাদের আগে বলা হয়েছিল যে বুধবার সমস্ত ছাড়পত্র মিলবে কিন্তু এখনও তা এসে পৌঁছয়নি। দেখা যাক ছাড়পত্র আজ (বৃহস্পতিবার) মেলে কিনা।"
ছাড়পত্রের সমস্যার বড় কারণ হল ভারতের করোনা সংক্রমণ এবং সংযুক্ত আরব আমিরশাহি সরকারের এই বিষয়ে কড়া পদক্ষেপ। এখনও অবধি ভারত লাল তালিকাভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে, কিন্তু বিসিসিআই বিশেষ ব্যবস্থা করে টিকা নেওয়া সমস্ত ফ্র্যাঞ্চাইজি সদস্যদের পাঠানোর চেষ্টা করেছে।
মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে এটি এক বলয় থেকে আর এক বলয়ে যাওয়া হবে, যেহেতু খেলোয়াড়রা মুম্বইয়ের জৈব বলয়ে অনুশীলন করছেন। কিন্তু তা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়ে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে আরও বেশি সমস্যা মুম্বইয়ের জন্য।