বিসিসিআইয়ের কাছে মাথানত ওয়েস্ট ইন্ডিজের, আইপিএলের সুবিধার্থে পরিবর্তন সিপিএলের সূচিতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও নিজের প্রভাব দেখাল বিসিসিআই। আইপিএলের দ্বিতীয় পর্ব আয়োজনের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সূচিতে পরিবর্তন আনা প্রয়োজন ছিল, আর সেই কাজটি সম্পন্ন করতে পেরেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
রিপোর্ট অনুযায়ী, সূচি পরিবর্তন করে ২৫ আগস্ট থেকে সেপ্টেম্বর ১৫ অবধি হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। এর আগে ২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর অবধি ছিল পূর্বনির্ধারিত সূচি। কয়েক দিন আগে বিসিসিআই সচিব জয় শাহ কথা বলেন সিপিএলের সিওও পিট রাসেলের সাথে। আর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেছেন, "ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করছে যাতে সিপিএল থেকে আইপিএলে সুষ্ঠু আগমণ ঘটতে পারে, এবং সেখানে যাতে কোনওরকম সমস্যা না ঘটে।" বলা বাহুল্য, ১০ দিন আগে লিগের সূচি পরিবর্তনের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে আবেদন করেছিল বিসিসিআই।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর অবধি চলবে আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের ৩১টি ম্যাচ খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। যদিও ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আফগানিস্তান ক্রিকেটারদের আগমণ নিয়ে এখনও সমস্যা রয়েইছে।