ক্রিকেটারদের দেশে ফেরাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে চাটার্ড বিমানের আবেদন করলেন ক্রিস লিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে ভারতে করোনার পরিস্থিতি ভয়ঙ্কর। এমন অবস্থার মাঝে চলছে আইপিএল। আর দেশের এমন ভয়াবহ অবস্থায় বেশ কিছু অস্ট্রেলিয়ান খেলোয়াড় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে আইপিএলে অংশ নেওয়া প্রায় ৩০ জন অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফেরাতে উদ্যোগ নিলেন তারকা অসি ক্রিকেটার ক্রিস লিন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিশেষ চাটার্ড বিমানের আর্জি করেছেন ক্রিস লিন, যাতে সেটি করে খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকাররা অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারেন। তিনি দাবি করেছেন, যেহেতু ক্রিকেট অস্ট্রেলিয়া দেশের খেলোয়াড়দের আইপিএল চুক্তির অর্থের ১০ শতাংশ নিয়ে থাকে, সুতরাং সেই অর্থ দিয়ে বিশেষ চাটার্ড বিমান দেওয়া যেতেই পারে।
এই নিয়ে ক্রিস লিন বলেছেন, "আমি ক্রিকেট অস্ট্রেলিয়াকে লিখেছিলাম যেহেতু ওরা আইপিএল চুক্তির ১০ শতাংশ নিয়ে রাখে, আদৌ কোনও সুযোগ আছে যে সেই টাকা দিয়ে এই বছর চাটার্ড বিমানের ব্যবস্থা করা যেতে পারে টুর্নামেন্টের পর? এটি অস্ট্রেলিয়া সফরের অংশ নয়, ক্রিকেটার-কোচ-ধারাভাষ্যকাররা নিজেদের অর্থেই এখানে এসেছে। এবং নিজেদের অর্থই ব্যবহার করবে। আমি নিশ্চিত, নিজেদের উদ্যোগেই তারা অস্ট্রেলিয়ায় ফেরার ব্যবস্থা করবে।"
তবে এই আর্জির কয়েক মুহুর্ত বাদেই সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন ঘোষণা করে দেন, ভারত থেকে আগত বানিজ্যিক ও সরকারি কাজে ব্যবহৃত বিমান এবং সংযুক্তকারী বিমান পরিষেবা আগামী ১৫ মে অবধি দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এর জেরে এই ঘোষণার পর ক্রিকেট অস্ট্রেলিয়া চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। আর এই নিষেধাজ্ঞার জেরে চাটার্ড বিমান পাঠানোটা প্রথম পছন্দ হবে না, সেটি নিশ্চিতভাবেই বলা যায়।
ইতিমধ্যেই রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাই এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কেন রিচার্ডসন ও অ্যাডাম জাম্পা দেশে ফিরেছেন। এই পরিস্থিতিতে আইপিএলের ভবিষ্যৎ ও ভারতীয় ক্রিকেটের সম্মান প্রশ্নের মুখে চলে আসছেই।