কাজে এল না আইপিএলের বেতন! করোনায় হার মানলেন চেতন সাকারিয়ার বাবা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : করোনার প্রভাব দেশের সর্বত্র পড়েছে। আর এই পরিস্থিতিতে সকলেই আজ উদ্বিগ্ন। আর এই মারণ রোগের সাথে লড়াই চালিয়ে গিয়েছিলেন চেতন সাকারিয়ার বাবা, কিন্তু দীর্ঘদিন চলল না সেই লড়াই। করোনায় মারা গেলেন এই তরুণ পেসারের বাবা।
রবিবার রাজস্থান রয়্যালস নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে। এই ফ্র্যাঞ্চাইজি শোক প্রকাশ করে লিখেছে, "আমরা ব্যথিত এটি জানাতে যে কাঞ্জিভাই সাকারিয়া করোনার লড়াইয়ে আজ হেরে গিয়েছে। আমরা চেতনের সাথে যোগাযোগ রাখছি এবং ওকে ও ওর পরিবারকে এই কঠিন সময়ে যাবতীয় সহায়তা প্রদান করব।"
কয়েক দিন আগে আইপিএল স্থগিত হওয়ার খবর আসার পর পিপিই কিট পড়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন চেতন। চিকিৎসার জন্য নিজের আইপিএল বেতন খরচ করেছিলেন এই তরুণ পেসার, যার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছিলেন রাজস্থান রয়্যালসকে। কিন্তু সেই লড়াই কাজে এল না।
এদিকে চেতনের বাবার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ওয়াসিম জাফর ও হর্ষ ভোগলে। নিজের টুইটারে হর্ষ ভোগলে লিখেছেন, "তরুণ চেতন সাকারিয়ার জন্য খুব মন খারাপ লাগছে, বিশেষ করে যখন ওনার হৃদয়স্পর্শী হাসিটা মনে পড়লে। ওনাকে ওনার পিতার প্রয়াণে যাবতীয় শক্তি প্রদানের প্রার্থনা করি।" এদিকে ওয়াসিম জাফর লিখেছেন, "আমার হৃদয় আজ চেতন আর ওনার পরিবারের কাছে রয়েছে। ঈশ্বর ওনাদের শক্তি দিন এই ক্ষতি থেকে কাটিয়ে ওঠার জন্য। শক্ত থাকুন।"
এবারের আইপিএলে চমক দেখিয়েছিলেন তরুণ এই পেসার। সাত ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন সাকারিয়া, যার মধ্যে রয়েছে ধোনি, রায়না, রাহুলের মত বড় নাম। নিজের পেস ও বৈচিত্র্যে প্রশংসা কুড়িয়েছেন ক্রিকেট বিশ্বের কাছে।