আইপিএলের উপার্জনে করোনায় আক্রান্ত পিতার চিকিৎসা করাচ্ছেন চেতন সাকারিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : স্থগিত হওয়ার পর অনেকেই দাবি তুলেছেন, আইপিএল বন্ধ করা হোক, আইপিএল নিষিদ্ধ করা হোক। কিন্তু সেই প্রতিবাদকারীরা কেন ভাবছেন না সেই সকল তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের কথা, যারা এই মঞ্চটিকে ব্যবহার করে নিজের কেরিয়ার ও পরিবারের দেখভাল করে থাকেন। সেরকমই একজন হলেন চেতন সাকারিয়া।
রাজস্থান রয়্যালসের এই বাঁ হাতি পেসার এবারের আইপিএলে কামাল দেখিয়েছেন। প্রতিটি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন গুজরাটের ছেলে সাকারিয়া। কিন্তু তার পরিবার যথেষ্ট গরীব। এবং আইপিএল থেকে আসা এই উপার্জন বেশ কাজে আসবে, তা নিশ্চিত ছিল। কিন্তু আইপিএল স্থগিত হওয়ার পরেই, হাসপাতালে ছুটে যান চেতন।
আসলে গত সপ্তাহে চেতনের পিতা কাঞ্জিভাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং সেই চিকিৎসার জন্য নিজের আইপিএল বেতন দিয়ে দিলেন সাকারিয়া। এবং তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন, যে সঠিক সময়ে ফ্র্যাঞ্চাইজি তাকে বেতন দিয়েছে।
এই নিয়ে সাকারিয়া বলেছেন, "আমি ভাগ্যবান ছিলাম যে আমি রাজস্থান রয়্যালস থেকে কয়েক দিন আগে আমার অংশের বেতন পেয়েছিলাম। আমি টাকাটা সোজা বাড়িতে পাঠিয়ে দিই, এবং এতে আমার পরিবারকে এই কঠিন সময়ে সাহায্য করছে।"
বাড়ি ফিরে সোজা পিপিই কিট পড়ে হাসপাতালে ছুটে যান সাকারিয়া। সকাল নয়টা থেকে দুপুর দুটো অবধি প্রতিদিন হাসপাতালে ঘুরছেন তিনি। সাকারিয়া বিশেষভাবে চিন্তিত কারণ তার বাবা ডায়বেটিসের রোগী।
এদিকে আইপিএল বন্ধ করার ডাক দেওয়া প্রতিবাদকারীদের উদ্দেশ্যেও নিজের বক্তব্য রেখেছেন সাকারিয়া। তিনি বলেছেন, "লোকেরা বলছে আইপিএল বন্ধ করতে। আমি তাদের কিছু বলতে চাই। আমি পরিবারের একমাত্র অর্জনকারী। ক্রিকেটই আমার উপার্জনের একমাত্র পথ। আমি আমার বাবাকে ভালো চিকিৎসা দিতে পারছি কারণ আইপিএল থেকে আমি অর্থ উপার্জন করেছি। আমি একটি গরীব পরিবার থেকে এসেছি, আমার বাবা সারাজীবন টেম্পো চালিয়ে গিয়েছেন এবং আইপিএলের জন্য আমার গোটা জীবন পরিবর্তিত হতে যাচ্ছিল।"
এবারের আইপিএলে ১.২ কোটি টাকায় তাকে কিনেছিল রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সুরেশ রায়না, অম্বাতি রায়ডু এবং মহেন্দ্র সিং ধোনির উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সাকারিয়া। প্রতিটি ম্যাচে দারুণ পারফর্ম করেছেন এই বাঁ হাতি পেসার। আর এবার পরিবারের পাশে যোগ্য ছেলে হিসেবে দাঁড়ালেন চেতন।