রিপোর্ট : করোনায় আক্রান্ত চেন্নাই সুপার কিংসের সিইও ও বোলিং কোচ সহ মোট তিন সদস্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দিনটি ক্রমশই খারাপ হয়ে চলেছে আইপিএলের জন্য। এর আগে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার জেরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ স্থগিত হয়। আর এবার করোনা হানা দিল চেন্নাই সুপার কিংসের সংসারে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন, বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এবং টিম বাস পরিস্কারের দায়িত্বাধীন এক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার দলের নিয়মিত করোনা পরীক্ষায় ফলাফলে এই খবর এসেছে।
জানা গিয়েছে, আক্রান্ত তিন সদস্য সোমবার সকালে আবারও করোনা পরীক্ষা করেছেন যাতে সঠিক তথ্যটি বেরিয়ে আসে। যদি তারা আবার পজিটিভ হন, তাহলে এই তিন সদস্যকে দলের জৈব সুরক্ষা বলয়ের বাইরে নির্দিষ্ট সেন্টারে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে এবং দুটি নেগেটিভ রেজাল্ট নিয়ে তারা আবার বলয়ে প্রবেশ করতে হবে।
যদিও রবিবারের টেস্টে এই তিন সদস্য ছাড়া বাকি সকল সদস্যই করোনায় নেগেটিভ এসেছেন।
বিস্তারিত আসছে!