হেজলউডের বিকল্প হিসেবে আর এক অসি পেসার জেসন বেহরেনডর্ফকে পেল চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল শুরুর সপ্তাহখানেক আগে অস্ট্রেলিয়া এবং চেন্নাই সুপার কিংসের তারকা পেসার জস হেজলউড টুর্নামেন্ট থেকে অব্যাহতি চেয়েছিলেন, আর তা গ্রাহ্য করেছিল সিএসকে। কিন্তু হেজলউডের পরিবর্ত হিসেবে কাউকে নির্বাচিত করছিল না চেন্নাই ম্যানেজমেন্ট। যদিও বেশ কিছু ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছিল চেন্নাই।
আর এবার সেই সমস্যা মিটল তিন বারের আইপিএল চ্যাম্পিয়নদের। এক অসি পেসারের বদলে আর এক অসি পেসার জেসন বেহরেনডর্ফকে পরিবর্ত হিসেবে আনল চেন্নাই সুপার কিংস। যদিও শুরু থেকেই বেহরেনডফকে পাবে না চেন্নাই, কারণ কোয়ারেন্টিন পর্ব সারতে হবে এই বাঁ হাতি পেসারকে।
২০১৯ সালের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক করেন বেহরেনডর্ফ। সেই বছর পাঁচটি ম্যাচ খেলেছিলেন জেসন, আর উইকেট নিয়েছিলেন পাঁচটি। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়েও সেভাবে নিয়মিত নন বেহরেনডর্ফ। ১১টি ওয়ানডে এবং সাতটি টি২০ আন্তর্জাতিক খেলেছেন এই পেসার।
ফলে চেন্নাই সুপার কিংস নিজেদের বোলিং লাইন আপে একটি বৈচিত্র্য হিসেবে বাঁ হাতি পেসারকে পেল। বেহরেনডর্ফ নতুন বলে অত্যন্ত উপযোগী এবং উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে তার। ফলে চেন্নাইয়ের পক্ষে অত্যন্ত উপযোগী একটি ক্রয় হয়েছে তা বলাই যায়।