সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশ জানুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে ফর্মে থাকা চেন্নাই সুপার কিংস। চেন্নাই দল তিনটি ম্যাচের দুটিতে জয় পেয়েছে। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ রানে পরাজিত হয় তাঁরা যদিও সেই ম্যাচে ধোনির বিধ্বংসী ইনিংস সকলের নজর কেড়েছিল।
অন্যদিকে প্রথম তিন ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে হায়দরাবাদ দল। যদিও সেই জয় আইপিএলের ইতিহাসে জায়গা করে নিয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ২৭৭ রান করে হায়দরাবাদ দল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে।
আইপিএলে এর আগে ৫ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে ৪ বারই জিতেছে চেন্নাই সুপার কিংস। শেষ দুই সাক্ষাতেও জয়ী চেন্নাই।
একনজরে দেখে নিন চেন্নাইয়ের সম্ভাব্য প্রথম একাদশ-
চেন্নাই সুপার কিংস - রুতুরাজ গায়েকওয়াড় (অধিনায়ক), রচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), দীপক চাহার, মহেশ থীকশানা, মাথীশা পাঠিরানা, তুষার ডেশপান্ডে