দুরন্ত কলকাতার বিরুদ্ধে চেন্নাই একাদশকে শক্তিশালী করতে ফিরছেন এই দুই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। তবে শীর্ষস্থানে থাকা অপরাজিত কলকাতার বিরুদ্ধে কিছুটা হলেও পিছিয়ে থাকবে চেন্নাই। নিজেদের শেষ দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে চেন্নাই।
এই পরিস্থিতিতে ঘরের মাঠের সুবিধা পেলেও দুরন্ত নাইটদের হারানো কঠিন আছে চেন্নাইয়ের। তবে গতবারের চ্যাম্পিয়নরা মরিয়া থাকবে ঘুরে দাঁড়াতে, আর সেই কারণে দলে ফিরছেন এই দুই তারকা। কী একাদশে কলকাতার বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস? চলুন দেখে নিই।
ওপেনিংয়ে রাচিন রবীন্দ্র ও অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ই শুরু করতে চলেছেন। শেষ দুই ম্যাচে একেবারে খেলতে পারেননি রাচিন। অন্যদিকে শেষ তিন ম্যাচে রান পাননি রুতুরাজ। এরপর তিনে অজিঙ্ক রাহানে আর চারে শিবম দুবে খেলতে পারেন। দুরন্ত ফর্মে রয়েছেন শিবম। অন্যদিকে রাহানের অভিজ্ঞতা এই ম্যাচে কাজে আসতে পারে।
এরপর পাঁচে আর ছয়ে দুই অলরাউন্ডার মইন আলি আর রবীন্দ্র জাদেজা নামবেন। যদিও ব্যাট হাতে সেভাবে ভালো খেলতে পারছেন না দুজনে, তবে বল হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন। সাতে নামবেন হার্ড হিটার সমীর রিজভি। আর আটে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মহেন্দ্র সিং ধোনি নামবেন।
বোলারদের কথা বললে, দুই বিদেশি পেসার মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান ফিরতে পারেন প্রথম একাদশে। এছাড়া দুই পেসার দীপক চাহার ও তুষার দেশপান্ডেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে দুরন্ত নাইট ব্যাটিংকে রুখতে। আর স্পিনে জাদেজা ও মইন রয়েছেন, প্রয়োজনে রাচিনও বল করতে পারেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারেন পাথিরানা।
রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, শিবম দুবে, মইন আলি, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।
ইমপ্যাক্ট প্লেয়ার - মাথিশা পাথিরানা।