তারকা ইংরেজ খেলোয়াড়দের আইপিএলের দ্বিতীয় পর্বে না পাওয়ায় চিন্তিত নয় চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী সেপ্টেম্বরের ১৮-১৯ তারিখ নাগাদ শুরু করা যেতে পারে আইপিএলের দ্বিতীয় পর্ব। আইপিএল ১৪ এর বাকি ৩১ ম্যাচ খেলার জোর সম্ভাবনা রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। এদিকে দ্বিতীয় পর্বের ম্যাচগুলিতে থাকবেন না ইংল্যান্ডের তারকা খেলোয়াড়রা, এই নিয়ে কার্যত স্পষ্ট করে দিয়েছেন দলের ডিরেক্টর অ্যাশলে জাইলস।
আর এর জেরে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজির পক্ষে বড়সড় ক্ষতি হয়ে যাবে, কারণ দলের এই ইংরেজ খেলোয়াড়রাই মূল শক্তি ছিল। যেমন চেন্নাই সুপার কিংস - তাদের দলে স্যাম কারান ও মইন আলির মত তারকা ইংরেজ ক্রিকেটার ছিল। আর চলতি মরশুমে চেন্নাইয়ের দুর্দান্ত ফর্মের কারণও ছিলে এই দুই ক্রিকেটারের পারফর্মেন্স।
যদিও ইংরেজ খেলোয়াড়দের না পাওয়া নিয়ে চিন্তিত নন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। একটি সাক্ষাৎকারে এই নিয়ে তিনি বলেছেন, "যদি ইংল্যান্ডের খেলোয়াড়দের না ছাড়া হয়, তাহলে আমরা তাতে কিছু করতে পারব না। আমরা দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাব। যদিও খেলোয়াড় না পাওয়া নিয়ে আমাদের কাছে সরকারি কোনও বিবৃতি আসেনি।"
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিন নম্বরে দুর্দান্ত ব্যাট করেছেন মইন আলি। বাঁ হাতি এই অলরাউন্ডার ছয় ম্যাচে ২০৬ রান করেছেন, স্ট্রাইক রেট ১৫৮ এর কাছাকাছি। এদিকে বল হাতে ৬.১৬ এর ইকোনমি রেটে পাঁচটি উইকেট নিয়েছেন মইন। এছাড়া আর এক অলরাউন্ডার স্যাম কারান গত মরশুম থেকেই চেন্নাই সুপার কিংসের এক্স ফ্যাক্টর হিসেবে প্রমাণিত হয়েছে। এই মরশুমে সাত ম্যাচে নয়টি উইকেট নিয়েছেন কারান।
সেপ্টেম্বর-অক্টোবর মাসে যখন আইপিএল ২০২১ এর বাকি ম্যাচ আয়োজন হবে, তখন ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট খেলতে ব্যস্ত থাকবে। আসন্ন টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড।