করোনার কবলে পড়ল চেন্নাই সুপার কিংস, মারণরোগে আক্রান্ত দলের এই সদস্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই করোনার প্রভাব ধীরে ধীরে ছড়াচ্ছে আইপিএলের অন্দরে। এবার এই মারণ রোগের কবলে পড়ল চেন্নাই সুপার কিংস। শনিবার আক্রান্ত হয়েছেন চেন্নাই সুপার কিংসের কন্টেন্ট টিমের এক কর্তার।
এই নিয়ে দলের এক সূত্র বলেছেন, “চেন্নাই সুপার কিংসের কন্টেন্ট টিমের এক কর্তার পজিটিভ রেজাল্ট এসেছে। ওনার টেস্টের ফলাফল আজ (শনিবার) এসেছিল, যার জন্য ওনাকে দলের বাইরে আইসোলেশনে রাখা হয়েছে। এটিও নিশ্চিত করা যায় যে তিনি খেলোয়াড় বা সাপোর্ট স্টাফের কাছে যাননি। তাই তারা প্রত্যেকে সুরক্ষিত রয়েছে এবং টিম অনুশীলন শুরু করবে।“
গত বছরও করোনার কবলে পড়েছিল চেন্নাই সুপার কিংস। সংযুক্ত আরব আমিরশাহিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন দীপক চাহার এবং ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু এখনও অবধি খেলোয়াড় বা সাপোর্ট স্টাফের কাছে ঘেঁষতে পারেনি এই মারণ ভাইরাস।
এর আগে কলকাতা নাইট রাইডার্সের নীতিশ রানা এবং দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল করোনায় আক্রান্ত হয়েছেন, এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের আটজন মাঠকর্মী। এই মুহুর্তে মুম্বইতেই রয়েছে চেন্নাই সুপার কিংস টিম।