করোনার লড়াইয়ে তামিলনাড়ুকে ৪৫০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করল চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে ভারতবর্ষ করোনার এই কঠিন রোগের সাথে মোকাবিলা করছে। আর এই পরিস্থিতিতে ক্রীড়াজগত তথা ক্রিকেটের অসংখ্য ব্যক্তিত্ব এবং দল নিজেদের মত করে সাহায্যের হাত বাড়িয়েছে। এবার নিজের রাজ্য তামিলনাড়ুর জন্য বড় উদ্যোগ আনল চেন্নাই সুপার কিংস।
এই মুহুর্তে দেশের সর্বত্র অক্সিজেন নিয়ে হাহাকার রয়েছে। কালোবাজারি চলছে অক্সিজেন সিলিন্ডার-কনসেন্ট্রেটরের। এই পরিস্থিতিতে এবার তামিলনাড়ুকে ৪৫০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করল চেন্নাই সুপার কিংস। শনিবার চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের পরিচালক আর শ্রীনিবাসন দেখা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সাথে, এবং আলাপকালে এই অনুদানের কথা ঘোষণা করেন শ্রীনিবাসন আর প্রদর্শনস্বরূপ একটি অক্সিজেন কনসেন্ট্রেটর উপহার দেন স্ট্যালিনকে।
এই উদ্যোগ নিয়ে একটি বিবৃতি পেশ করেছে চেন্নাই সুপার কিংস। সেখানে তারা লিখেছে, "অক্সিজেন কনসেন্ট্রেটরের প্রথম ব্যাচ এসে গিয়েছে এবং বাকিগুলি আগামী সপ্তাহের মধ্যে চলে আসবে। চেন্নাই সুপার কিংস এই অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে সরকারি হাসপাতাল ও বৃহত্তর চেন্নাই কর্পোরেশন অধীনস্থ কোভিড কেয়ার কেন্দ্রে থাকা সকল করোনা রোগীদের চিকিৎসার জন্য।"
সব মিলিয়ে, সমাজের ক্ষেত্রে আবারও নজির তৈরি করল আইপিএলের আরও এক ফ্র্যাঞ্চাইজি। এর আগে মাস্ক পড়ার জন্য চেন্নাই সুপার কিংস তৈরি করেছিল মাস্ক পড়ু প্রকল্প। আর এবার অক্সিজেন প্রদানে এগিয়ে এল তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা।