ভিডিও : অনুশীলনের পর ‘কোলাভেরি ডি’ গাইতে লাগলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অন্যান্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির তুলনায় সবার আগে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন করার পর ইতিমধ্যেই মুম্বইয়ে পাড়ি দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, অম্বাতি রায়ডু, ঋতুরাজ গায়কোয়াড় সহ একাধিক স্থানীয় ক্রিকেটাররা। মুম্বইয়ের শিবিরে যোগ দেবেন সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজা।
কিন্তু এই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে শুধু ক্রিকেট আর অনুশীলন করলে চলবে না, মানসিক আনন্দটাও জরুরি। এই অবস্থায় জৈব বলয়ের হোটেলে মনোরঞ্জনের জন্য বেশ কিছু জিনিস তৈরি করা থাকে, যা দেখা গিয়েছিল গতবারের আইপিএলেও। এমনই ব্যবস্থা করা হয়েছে চেন্নাইয়ের বায়ো বাবলে।
আর এই পরিস্থিতিতে মনোরঞ্জনের জন্য গাইতে শুরু করে দিলেন দলের দুই তরুণ ক্রিকেটার আর সাই কিশোর এবং ঋতুরাজ গায়কোয়াড়। ক্যারিওকের মাধ্যমে জনপ্রিয় তামিল গান ‘কোলাভেরি ডি’ গাইলেন এই দুই ক্রিকেটার। আর এই ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন তরুণ পেসার আর সাই কিশোর। সেই টুইটে কমেন্টও করেছে চেন্নাই সুপার কিংসের অফিশিয়াল পেজ।
আগামী ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংস নিজেদের আইপিএল অভিযান শুরু করবে গতবারের রানার্স আপ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। গতবারের আইপিএলে একেবারে ভালো খেলতে পারেনি সিএসকে, নিজেদের আইপিএল ইতিহাসে প্রথমবারের জন্য প্লে অফসে উঠতে পারেনি তিন বারের আইপিএল জয়ীরা