আইপিএলের প্রস্তুতি জোরদার করতে নয়া ‘মালিঙ্গা’কে শিবিরে নিয়ে এল চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আসন্ন আইপিএলের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অম্বাতি রায়ডু, ঋতুরাজ গায়কোয়াড় সহ বেশ কিছু তামিল খেলোয়াড় ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। আর সেই প্রস্তুতি আরও জোরদার করতে ক্রিকেটের নয়া ‘মালিঙ্গা’কে আনল তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি।
নিজেদের অনুশীলন শিবিরে চেন্নাই সুপার কিংস এনেছে শ্রীলঙ্কার দুই তরুণ বোলার মাহিশ তীক্ষাণা এবং মাথিশা পাথিরানা। যদিও মূল স্কোয়াডে না থাকলেও রিজার্ভ স্কোয়াডে থাকবেন এই দুই ক্রিকেটার। যদিও সকলের নজরে থাকবে তরুণ পেসার পাথিরানার উপর, যার বোলিং অ্যাকশন অনেকটাই লাসিথ মালিঙ্গার মত।
গত অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের বিরুদ্ধে দুরন্ত একটি ডেলিভারি করেছিলেন, যা স্পিডোমিটারে এসেছিল ১৭৫ কিমি প্রতি ঘন্টা, যা সেই সময় ক্রিকেটের ইতিহাসে সব থেকে দ্রুতগতির ডেলিভারি হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু পরে দেখা যায়, সেই হিসেবে গোলমাল ছিল। যার ফলে শোয়েব আখতার ২০০৩ সালের ডেলিভারিটি অক্ষত থেকে যায়।
পাথিরানার দুরন্ত পেসকে খেলতে গিয়ে পেসের বিরুদ্ধে চেন্নাইয়ের ব্যাটসম্যানদের ভালোমত প্রস্তুতি হবে তা বলাই যায়।