বাজিমাত ভারতের নয়া মেন্টরের, রুতুরাজের অসাধারণ ইনিংসে মুম্বইকে হারাল চেন্নাই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের এল ক্লাসিকোয় দুর্দান্ত জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। প্রথম পর্বের দাপটকেই বজায় রাখল দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে গ্রুপ তালিকার শীর্ষে উঠল ভারতীয় ক্রিকেটের নয়া মেন্টর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াহীন মুম্বই ইন্ডিয়ান্স দলকে নেতৃত্ব দেন কাইরন পোলার্ড। এবং শুরুতে অ্যাডাম মিলনে (২-২১) ও ট্রেন্ট বোল্ট (২-৩৫) এর দাপটে ২৪-৪ হয়ে গিয়েছিল চেন্নাই, তার উপর চোট পেয়ে বেরিয়ে যান অম্বাতি রায়ডুও। মনে হচ্ছিল, কোনওরকমে ১০০ রান তুলতে পারলে হয় চেন্নাইয়ের।
কিন্তু ওপেনিংয়ে নেমে অসাধারণ ইনিংস খেলেন রুতুরাজ গায়কোয়াড়। ৫৮ বলে অপরাজিত ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আর সেই সময় রবীন্দ্র জাদেজা (২৬) যোগ্য সঙ্গত দেন। শেষের দিকে রুতুরাজের সাথে ডোয়েন ব্রাভো মাত্র ৮ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলে চেন্নাইকে ১৪৬/৬ স্কোরে নিয়ে যান। মিলনে ও বোল্ট ছাড়াও ভালো বোলিং করেন জসপ্রীত বুমরাহও (২-৩৩)।
জবাবে শুরুটা মোটামুটি করলেও একের পর এক উইকেট পড়তে থাকে মুম্বইয়ের। দীপক চাহার (২-১৯) দুরন্ত স্পেলে কুইন্টন ডি কক (১৭) ও অভিষেক হওয়া অনমোলপ্রীত সিং (১৬) আউট অন। এরপর আউট হয়ে যান সূর্যকুমার যাদব (৩) ও ইশান কিষানও (১১)।
দাঁড়িয়ে থেকে ভরসা দিতে শুরু করলেও ব্যর্থ হন অধিনায়ক কাইরন পোলার্ড (১৫)। একা সৌরভ তিওয়ারি অপরাজিত অর্ধশতক করলেও তাকে সমর্থন করার জন্য কেউ ছিল না। শেষের দিকে ডোয়েন ব্রাভো (৩-২৫) এর দুর্দান্ত বোলিংয়ে মুম্বই ৮ উইকেট হারিয়ে কেবল ১৩৬ রান তুলতে পারে।