টি২০ আর টেস্টকে গুলিয়ে ফেলেছেন পুজারা, সিএসকেতে পুজারার স্থান নিয়ে সংশয়ে ব্রেট লি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘ ছয় বছর পর আইপিএলের মঞ্চে আবারও সুযোগ পেয়েছেন চেতেশ্বর পুজারা। এবারের নিলামে বেস প্রাইস ৫০ লক্ষ টাকা দিয়ে ভারতীয় টেস্ট দলের নিয়মিত এই সদস্যকে তুলে এনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু একজন টেস্ট স্পেশালিস্ট কি এই ধুমধাড়াক্কা টি২০ লিগে নিজের জায়গা গড়ে নিতে পারবেন?
এই নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন প্রাক্তন অসি পেসার ব্রেট লি। তিনি আশঙ্কা প্রকাশ করছেন, টেস্ট ক্রিকেটে যে চাপ থাকে, তার থেকে অনেক কম সময়ে বেশি চাপ থাকে টি২০ ক্রিকেটে। এবং সেই চাপ পুজারা আদৌ নিতে পারবেন তো?
পুজারার খেলার বিষয়ে ব্রেট লি বলেছেন, “আপনি দুটি ভিন্ন বিষয়ের দিকে দেখতে পারেন। প্রথমত, উনি একজন অসামান্য ক্রিকেটার, ওনার ক্ষমতা নিয়ে কোনও সন্দেহ নেই, কোনও সন্দেহ নেই ওনার টেকনিক এবং ব্যাটিংয়ে ওনার দৃঢ়তা নিয়ে। কিন্তু যখন আপনি অন্য বিষয়ের দিকে তাকান, আপনাকে এটিও ভাবতে হবে যে এটি টেস্ট ক্রিকেট নয়, এটি হল টি২০। এটি ৯০ মিনিটে শেষ হয়ে যায়, ২০ ওভারে।“
যদিও নিজের ব্যাটিং স্টাইলে সামান্য পরিবর্তন এনেছেন পুজারা, তা দেখিয়েছেন সিএসকের নেট সেশনে। নেটে ব্যাটিং করার সময়ে তিনি বড় বড় ছয় মারছেন এবং আক্রমণাত্মক শট খেলছেন। কিন্তু ব্রেট লি মনে করেন, টি২০ ক্রিকেটের এই চাপ কি নিতে পারবেন পুজারা?
এই নিয়ে লি বলেছেন, “আপনাকে যত দ্রুত সম্ভব রান করতে হবে। উনি কি চাপের মধ্যে সেটি করতে পারবেন? হয়ত পারবেন। আমরা সদ্য অস্ট্রেলিয়া সফরে দেখেছি যে উনি দীর্ঘ সময় ব্যাট করতে পছন্দ করেন তো এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আমি পুজারার একজন বড় অনুরাগী। আমার মনে হয় উনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু দেখা যাক তিনি এই ফর্ম্যাটে কিছু করে দেখাতে পারেন কিনা।“
আগামী ১০ এপ্রিল গতবারের রানার্স আপ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে চেন্নাই সুপার কিংস। এবং অনেকের ধারণা, প্রথম একাদশে সুযোগ পেতে পারেন চেতেশ্বর পুজারা।