কেকেআরের হতশ্রী ব্যাটিংয়ে চুড়ান্ত হতাশ ব্রেন্ডন ম্যাককালাম, এই ক্রিকেটারদের করলেন তুলোধনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই পাঁচ ম্যাচ হেরে অবস্থা বেশ খারাপ কলকাতা নাইট রাইডার্সের। বৃহস্পতিবার আহমেদাবাদের ব্যাটিং সহায়ক পিচে জঘন্য ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্স, আর এর জেরে মাত্র ১৫৪ রান করতে পারে ২০ ওভারে, যা অনায়াসে তাড়া করে দিল্লি।
আর এই জঘন্য হারে কলকাতার ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যেভাবে তার দলের টপ অর্ডার সেই মানসিকতা ও আগ্রাসন দেখাচ্ছে না এবং দলের তরফ থেকে বিশ্বস্ততা চাইছেন দল নির্বাচনের সময়ে। যদিও এই সমালোচনায় তিনি কারোর নাম নেননি, কিন্তু আকারে ইঙ্গিতে তার লক্ষ্য ছিলেন শুভমন গিল, যিনি এবারের আইপিএলে ১৯ এর কম গড়ে ১২০ এর কম স্ট্রাইক রেটে ব্যাট করেছেন।
পোস্ট ম্যাচ সাংবাদিক বৈঠকে এসে ম্যাককালাম বলেছেন, "এটি সত্যিই হতাশাজনক। আমার মনে হয় একজন খেলোয়াড় হিসেবে, আপনি স্বাধীনতা এবং আত্মবিশ্বাস এবং আনুগত্য চান যখন নির্বাচনের প্রশ্ন আসে, এবং মাঠে গিয়ে খেলাটিকে চালিয়ে নিয়ে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন এবং নিজের দলের জন্য সুযোগ তৈরি করে নিতে পারেন।"
এরপর ম্যাককালাম পৃথ্বী শ এর ব্যাটিংয়ের উদাহরণ টেনে এনে বলেছেন, "এই ধরণের খেলার স্টাইলই আমি এবং অধিনায়ক খেলোয়াড়দের কাছ থেকে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা সেটি পাচ্ছি না। আমরা সেই মরিয়া প্রয়াসটি পাচ্ছি না যেটি আমাদের দরকার। পৃথ্বী শ এর থেকে যা দেখেছি সেটিই হল প্রকৃত উদাহরণ যে কিভাবে আমরা খেলতে চাইছি। আপনি সব বলে চার বা ছয় মারতে পারবেন না, কিন্তু আপনার মধ্যে সেই মানসিকতা থাকা জরুরি, বিশেষ করে যখন আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে।"
এরপর দলে পরিবর্তন আনার বড় ইঙ্গিত দিলেন ব্রেন্ডন ম্যাককালাম। নাম না করে শুভমন গিল ও নীতিশ রানার উদ্দেশ্যে ম্যাককালাম বলেছেন, "খুব কঠিন হয়ে যায় যদি আপনি রান করার জন্য শট না খেলেন, আর দুর্ভাগ্যবশত এই ম্যাচে আমরা সেভাবে শট খেলিনি। এটি অভ্যেসে পরিণত হয়েছে। একটি কথা যা আমি আমার কেরিয়ারে মেনে চলে এসেছি তা হল, 'একজন মানুষকে পরিবর্তন করতে না পারলে, সেই মানুষটিকেই বদলে ফেলো'। তাই আমাদের হয়ত কিছু পরিবর্তন করতে হবে এবং কিছু নতুন খেলোয়াড়দের আনতে হবে যারা খেলাটিকে এগিয়ে নিয়ে যেতে পারবে।"
সব মিলিয়ে, কলকাতা নাইট রাইডার্সের তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও বারবার এই একই ভুল ক্রমশই বিব্রত করে তুলেছে ম্যাককালামকে, এবং এর জেরে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসতে চলেছে, তারও ইঙ্গিত দিলেন হেড কোচ।