সুনীল গাভাস্কারের ধারাভাষ্য নিয়ে মজার ট্রোল করলেন বেন স্টোকস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আঙুলের চোটের জেরে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন তারকা ইংরজে অলরাউন্ডার বেন স্টোকস। এর জেরে চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও আইপিএল দেখা ছাড়েননি স্টোকস। রবিবার পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি তিনি দেখছিলেন। আর এমন সময় কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কারের ধারাভাষ্য নিয়ে প্রশ্ন তোলেন স্টোকস।
আসলে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ভালো বল করতে পারছিলেন না দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার কাগিসো রাবাডা। পাঞ্জাবের দুই ওপেনার কে এল রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল বেশ আগ্রাসী ভূমিকা নিয়েছিলেন রাবাডার উপর। মূলত শর্ট পিচ বোলিং করছিলেন রাবাডা, যা পেয়ে পুল ও হুক শটের ঝড় তোলেন রাহুল ও আগরওয়াল।
রাবাডার এমন বোলিংয়ে অসন্তোষ প্রকাশ করেন ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “খুবই খারাপ বাউন্সার, যদি তুমি বাউন্সার দিতে চাও তাহলে অফ স্টাম্পের উপর করো।“ আর এই কথা শুনে কিছুটা হতবাক হয়ে যান স্টোকস।
এরপর এই নিয়ে স্টোকস গাভাস্কারের নাম না করে তার এই কথার ট্রোল করেন। নিজের টুইটারে গাভাস্কারের সেই সমালোচনা উদ্ধৃত করে লিখেছেন, রিপ্লেতে তো বাউন্সার অফ স্টাম্পের বাইরে ছিল। আসলে গাভাস্কার যে ডেলিভারির পর এই সমালোচনা করেছেন, সেটি আদতে অফ স্টাম্পের বাইরেই ছিল, যেমনটা তিনি বলেছিলেন।
এদিকে ম্যাচের কথা বললে, দিল্লি ক্যাপিটালস ১০ বল বাকি থাকতে ছয় উইকেটে হারায় পাঞ্জাব কিংসকে। শিখর ধাওয়ানের দুর্দান্ত ৯২ রানের ইনিংসের জেরে অনায়াসে রান তাড়া করে দিল্লি।