আইপিএলে থাকতে পারবে দর্শক, রয়েছে একটিই শর্ত, দাবি বিসিসিআই কোষাধ্যক্ষের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের ১৪তম সংস্করণ। আর গতবারের মত এবারের আইপিএলেও দর্শকের আসার সম্ভাবনা ক্ষীণ। তার উপর দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ভারত-ইংল্যান্ডের বাকি ম্যাচ দর্শকশূন্য হয়েছে। এই অবস্থায় ক্রিকেটপ্রেমীদের এবার খানিকটা আশার আলো দেখালেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুন ধুমাল।
যদিও তিনি শুরুতে জানিয়ে দিয়েছেন, এবারের আইপিএলের শুরুতে দর্শকরা অনুমতি পাবেন না, তা নির্ধারিত হয়েই রয়েছে। তবে পরের দিকে দর্শকদের আগমণ হতে পারে, যদি করোনার পরিস্থিতি ঠিক হয়। এই নিয়ে তিনি বলেছেন, "আইপিএলের শুরুর দিকে দর্শকদের ছাড়াই খেলা হবে, এটি আগে থেকেই নির্ধারণ করা হয়েছিল। যদিও পরের দিকে দর্শকদের আগমণের ক্ষেত্রে আমরা পরিস্থিতির পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।"
যদিও দর্শকদের আগমণ নিয়ে বিসিসিআই কার্যত নেতিবাচক ভূমিকাই নিচ্ছে, তা জানিয়েছেন ভারতীয় বোর্ডের এক শীর্ষকর্তা। মূলত টি২০ বিশ্বকাপের কথা ভেবে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত। এই নিয়ে সেই শীর্ষকর্তা বলেছেন, "বছরের শেষের দিকে টি২০ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। অনেক কিছু নির্ভর করে আছে। একটু ভুলচুক হলেই, যদি কিছু সংক্রমণ ধরা পড়ে, তাহলে টুর্নামেন্ট আয়োজনে বড়সড় প্রভাব পড়বে। এতে সমস্যা তৈরি হবে।"