আইপিএলে বিদেশী খেলোয়াড়দের নিয়ে আগামী জুলাই মাসে অন্তিম সিদ্ধান্ত নেবে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। কিন্তু এই সময়ের মধ্যে একাধিক দেশের গুরত্বপূর্ণ কিছু সিরিজ রয়েছে, যা তাদের ফিউচার ট্যুর প্রোগ্র্যামের অন্তর্ভুক্ত। এর ফলে এই সময়ের মধ্যে কোন বিদেশী খেলোয়াড়দের পাওয়া যাবে, সে নিয়ে দ্বিধায় রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
জানা গিয়েছে, আগামী জুলাই মাস অবধি সকল বিদেশী বোর্ডের সাথে কথা বলবে বিসিসিআই এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন দেশের কোন খেলোয়াড়দেরকে এই দ্বিতীয় পর্যায়ের আইপিএলের জন্য পাওয়া যাবে।
এই নিয়ে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, "আগামী কয়েক সপ্তাহ ধরে বিসিসিআই বিদেশীদের আগমণ নিয়ে বাকি দেশের বোর্ডগুলির সাথে আলোচনা করবে এবং তাদের যথোপযুক্ত সময় দেবে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য, যাতে তারা বিসিসিআইকে জানাতে পারে আসন্ন আইপিএলের জন্য খেলোয়াড়দের পাওয়া যাবে কিনা! ভারতীয় বোর্ড জুলাই অবধি অপেক্ষা করবে এবং তার পর খেলোয়াড়দের থাকা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।"
এদিকে তারকা বিদেশী খেলোয়াড়দের না পাওয়ার বিষয়ে কি পদক্ষেপ নেবে বিসিসিআই? এই নিয়ে সেই সূত্র বলেছেন, "খেলোয়াড়দের নিয়ে বিদেশী বোর্ডরা নিজেদের অবস্থান স্পষ্ট করলে, বিসিসিআই সকল ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে এই বিষয়ে বসবে এবং পরিস্থিতি সম্বন্ধে সমস্ত কিছু জানাবে। যদি বিদেশী খেলোয়াড়রা টুর্নামেন্টে না থাকেন, তাহলে ফ্র্যাঞ্চাইজিদের অনুমতি দেওয়া হবে পরিবর্ত খোঁজার জন্য যেভাবে চোট বা অন্যান্য ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়।"
ইতিমধ্যেই ইংল্যান্ড পুরুষ দলের ডিরেক্টর অ্যাশলে জাইলস স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আইপিএলের দ্বিতীয় পর্বে অংশ নেবেন না চুক্তিবদ্ধ ইংরেজ খেলোয়াড়রা। এখন দেখার, এই পরিস্থিতিতে বিসিসিআই কেমন প্রভাব খাটায়।