টি২০ বিশ্বকাপ ও আইপিএল দ্বিতীয় পর্বের সূচি নিয়ে সোমবার বড় ঘোষণা বিসিসিআইয়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামীকাল অর্থাৎ সোমবার দুটি বড় সিদ্ধান্তের বিষয়ে ঘোষণা করতে চলেছে বিসিসিআই। প্রথমটি হল টি২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে নিজেদের অবস্থান, এবং আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা।
২৮ জুন অর্থাৎ সোমবার অবধি বিসিসিআইকে বিশ্বকাপ আয়োজন নিয়ে ডেডলাইন দিয়েছিল আইসিসি। এবং যা সম্ভাবনা, তাতে আগামীকাল বিসিসিআই ঘোষণা করতে পারে, আসন্ন টি২০ বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে, ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর অবধি চলবে টি২০ বিশ্বকাপ। এই নিয়ে বার্তাও দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ, যেখানে তিনি বলেছেন দেশে করোনা পরিস্থিতির জেরে বিশ্বকাপে সরিয়ে দেওয়া হবে।
এদিকে করোনা ছাড়াও আরও একটি বড় ধাক্কা হল কেন্দ্রীয় সরকারের কর ছাড়ের বিষয়ে অগ্রাহ্যতা। করোনার জেরে ধুঁকতে থাকা দেশের অর্থনৈতিক পরিস্থিতির জেরে কেন্দ্রীয় সরকার ন্যুনতম কর ছাড় দিতে অনিচ্ছুক। যার জেরে আইসিসিকে এই কর ছাড়ের বিষয়ে এখনও অবধি নিশ্চয়তা দিতে পারেনি বিসিসিআই। আর এটিও আরও একটি কারণ বিশ্বকাপ সরে যাওয়ার জন্য।
এদিকে বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, টি২০ বিশ্বকাপের ঘোষণার পরে আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্যায়ের সময়সূচি ঘোষণা করবে বিসিসিআই। যা সম্ভাবনা, সোমবারই ঘোষণা করে দিতে পারে এই সূচি। আপাতত জোর সম্ভাবনা, ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর অবধি আয়োজিত হতে পারে এই দ্বিতীয় পর্যায়ের ম্যাচগুলি।
যদিও বিদেশী খেলোয়াড়দের আগমণের বিষয়ে এখনই কোনও ঘোষণা করবে না বিসিসিআই। এখনও পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আলোচনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের খেলোয়াড়দের ছাড়বে না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে।